বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় ‘আমরা ক’জন স্পোর্টিং ক্লাব’-এর আয়োজনে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে চলছে পাঁচ দিনব্যাপী বইমেলা। প্রতিদিন সন্ধ্যা নামতেই দর্শনার্থী, ক্রেতা ও পাঠকের উপচে পড়া ভিড় দেখা যায়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, বইপ্রেমীদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। কেউ বই কিনছেন, কেউ হাতে নিয়ে দেখছেন।
মেলার আয়োজকেরা জানান, এটি তাদের ২৯তম বইমেলা। গত বছর করোনার নিষেধাজ্ঞার জন্য মেলা করা সম্ভব হয়নি। এ বছর কয়েক দিন পরে হলেও মেলা শুরু হয়েছে। প্রতিদিনই শিক্ষার্থীদের বইয়ের প্রতি আকৃষ্ট করার জন্য মেলা কমিটির পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে। আর এলাকাটি কৃষিপ্রধান হওয়ায় মানুষ সারা দিনের কর্মব্যস্ততা শেষে সন্ধ্যার পরে পরিবার নিয়ে মেলায় আসেন। দর্শনার্থীদের জন্য রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়ে থাকে।
স্টল মালিক লালন হোসেন বলেন, ‘মেলাটি কৃষিপ্রধান ও গ্রামীণ এলাকায় হওয়ায় এখানে বইয়ের আলাদা কোনো প্রকাশনা বা লেখকের বই নেই। এলাকার চাহিদা অনুযায়ী গল্প, নাটক, উপন্যাস, শিশুতোষ বই শহরের বই বিক্রেতাদের কাছ থেকে কিনে আনা হয়েছে। করোনার কারণে প্রায় দুই বছর মানুষ ঘরবন্দী হয়ে পড়ায় এ বছর মেলায় প্রচুর মানুষ হচ্ছে এবং তাঁদের বেচাবিক্রিও ভালো হচ্ছে।
বইমেলায় ঘুরতে আসা কাদিরবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী মিশকাতুল জান্নাত অর্থি বলেন, ‘ছোট ভাইকে নিয়ে বাবার সঙ্গে মেলায় এসেছি। দুটি করে বই কিনেছি। অনেক দিন ঘরবন্দী থাকার পরে মেলায় এসে খুব ভালো লাগছে।’
বাগাতিপাড়া পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে মেলায় ঘুরতে এসেছি। ছেলেমেয়েরা তাদের পছন্দের বইগুলো কিনছে। মেলা আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।’
নাটোরের বাগাতিপাড়ায় ‘আমরা ক’জন স্পোর্টিং ক্লাব’-এর আয়োজনে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে চলছে পাঁচ দিনব্যাপী বইমেলা। প্রতিদিন সন্ধ্যা নামতেই দর্শনার্থী, ক্রেতা ও পাঠকের উপচে পড়া ভিড় দেখা যায়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, বইপ্রেমীদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। কেউ বই কিনছেন, কেউ হাতে নিয়ে দেখছেন।
মেলার আয়োজকেরা জানান, এটি তাদের ২৯তম বইমেলা। গত বছর করোনার নিষেধাজ্ঞার জন্য মেলা করা সম্ভব হয়নি। এ বছর কয়েক দিন পরে হলেও মেলা শুরু হয়েছে। প্রতিদিনই শিক্ষার্থীদের বইয়ের প্রতি আকৃষ্ট করার জন্য মেলা কমিটির পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে। আর এলাকাটি কৃষিপ্রধান হওয়ায় মানুষ সারা দিনের কর্মব্যস্ততা শেষে সন্ধ্যার পরে পরিবার নিয়ে মেলায় আসেন। দর্শনার্থীদের জন্য রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়ে থাকে।
স্টল মালিক লালন হোসেন বলেন, ‘মেলাটি কৃষিপ্রধান ও গ্রামীণ এলাকায় হওয়ায় এখানে বইয়ের আলাদা কোনো প্রকাশনা বা লেখকের বই নেই। এলাকার চাহিদা অনুযায়ী গল্প, নাটক, উপন্যাস, শিশুতোষ বই শহরের বই বিক্রেতাদের কাছ থেকে কিনে আনা হয়েছে। করোনার কারণে প্রায় দুই বছর মানুষ ঘরবন্দী হয়ে পড়ায় এ বছর মেলায় প্রচুর মানুষ হচ্ছে এবং তাঁদের বেচাবিক্রিও ভালো হচ্ছে।
বইমেলায় ঘুরতে আসা কাদিরবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী মিশকাতুল জান্নাত অর্থি বলেন, ‘ছোট ভাইকে নিয়ে বাবার সঙ্গে মেলায় এসেছি। দুটি করে বই কিনেছি। অনেক দিন ঘরবন্দী থাকার পরে মেলায় এসে খুব ভালো লাগছে।’
বাগাতিপাড়া পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে মেলায় ঘুরতে এসেছি। ছেলেমেয়েরা তাদের পছন্দের বইগুলো কিনছে। মেলা আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে