Ajker Patrika

পাবনায় কলেজছাত্র হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড 

পাবনা প্রতিনিধি
Thumbnail image

পাবনায় কলেজছাত্র আব্দুল গাফফার মাছুম হত্যা মামলার তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের চৌহালী থানার মিনিদিয়ার চর এলাকার আজিম উদ্দিন (৩৫), চৌহালীর বাউসা এলাকার শহিদুল ইসলাম (২৮) ও একই এলাকার ছাবেদ আলী (৩০)। অভিযুক্তরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। 

মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন সরকারি কৌঁসুলি (পিপি) দেওয়ান মজনুল হক। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী শফিকুল ইসলাম সুমন ও কামাল আহমেদ। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও অসন্তুষ্ট আসামিপক্ষের আইনজীবীরা। তাঁরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান। 

মামলা সূত্রে জানা গেছে, নিহত আব্দুল গাফফার মাছুম সুজানগর উপজেলার দুলাই ডা. জহরুল কামাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। ২০১৫ সালের ১৯ আগস্ট কলেজে ক্লাস চলাকালীন সময়ে মোটরসাইকেল কেনাবেচার কথা বলে কৌশলে তাকে অপহরণ করেন চাচাতো দুলাভাই আজিম। পরদিন মাছুমের স্বজনেরা তাঁর ফোনে কল করলে অজ্ঞাত পরিচয়ে জানানো হয় মাছুমকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করেন তাঁরা। 

পরে আজিমকে সন্দেহভাজন হিসেবে নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার পর আজিমকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে মাছুমকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যা করে লাশ যমুনা নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন আজিম। এই ঘটনা তদন্ত শেষে ২০১৬ সালের ৩ নভেম্বর আজিমসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। পরে রমজান নামের এক আসামির মৃত্যুর পরে ৩ জনের বিচার শেষে রায় ঘোষণা করলেন বিচারক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত