নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
এক দিনেই কোরবানির পশুর সব চামড়া ঢাকায় না পাঠানোর জন্য ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার। তিনি বলেন, ‘কোরবানির পশুর চামড়া নিজ উদ্যোগে সংরক্ষণ করতে হবে। এক দিনেই যেন সব চামড়া ঢাকায় না যায়। চামড়া যদি এক দিনে মূল ব্যবসায়ীর হাতে চলে যায়, তাহলে আপনারা সঠিক মূল্য পাবেন না।’
পবিত্র ঈদুল আজহা উদ্যাপন উপলক্ষে আজ রোববার রাজশাহী জেলা প্রশাসনের এক প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের পক্ষ থেকে চামড়া সংরক্ষণের জন্য লবণ বরাদ্দ এলে সবাইকে ভাগ করে দেওয়ার কথা জানিয়ে আফিয়া আখতার বলেন, ‘ঈদুল আজহার জন্য তিন ধরনের প্রস্তুতি নিতে হয়। প্রাথমিক প্রস্তুতি হচ্ছে, গরুর হাটের ব্যবস্থাপনা। যেখানে গরুর হাট স্থায়ী ও অস্থায়ীভাবে বসবে, সেখানে প্রাণিসম্পদ অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ব্যাংক কর্মকর্তাদের প্রতিবছরের মতো বসার ব্যবস্থা রাখা হবে। হাটের আশপাশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান পরিচালিত হবে। রাজশাহীতে কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে।’
কোরবানির পশু জবাইয়ের পর বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, শহরের ভেতরে সিটি করপোরেশন এবং নগরীর বাইরে উপজেলা প্রশাসনের মাধ্যমে ও স্থানীয়ভাবে বর্জ্য অপসারণ করা হবে। সে লক্ষ্যে সব ওয়ার্ডে প্রয়োজনীয় ব্লিচিং পাউডার, লোকবল ও ট্রাকের ব্যবস্থা রাখা হবে।
জেলা প্রশাসক বলেন, ঈদের জামাতের কমিটি জামাতের সব কার্যক্রম পরিচালনা করবে। পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত প্রতিবারের মতো রাজশাহী মহানগরীর হজরত শাহ্ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূলে থাকলে ঈদের প্রধান জামাত হজরত শাহ মখদুম দরগা কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) উপস্থিত ছিলেন।
এক দিনেই কোরবানির পশুর সব চামড়া ঢাকায় না পাঠানোর জন্য ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার। তিনি বলেন, ‘কোরবানির পশুর চামড়া নিজ উদ্যোগে সংরক্ষণ করতে হবে। এক দিনেই যেন সব চামড়া ঢাকায় না যায়। চামড়া যদি এক দিনে মূল ব্যবসায়ীর হাতে চলে যায়, তাহলে আপনারা সঠিক মূল্য পাবেন না।’
পবিত্র ঈদুল আজহা উদ্যাপন উপলক্ষে আজ রোববার রাজশাহী জেলা প্রশাসনের এক প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের পক্ষ থেকে চামড়া সংরক্ষণের জন্য লবণ বরাদ্দ এলে সবাইকে ভাগ করে দেওয়ার কথা জানিয়ে আফিয়া আখতার বলেন, ‘ঈদুল আজহার জন্য তিন ধরনের প্রস্তুতি নিতে হয়। প্রাথমিক প্রস্তুতি হচ্ছে, গরুর হাটের ব্যবস্থাপনা। যেখানে গরুর হাট স্থায়ী ও অস্থায়ীভাবে বসবে, সেখানে প্রাণিসম্পদ অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ব্যাংক কর্মকর্তাদের প্রতিবছরের মতো বসার ব্যবস্থা রাখা হবে। হাটের আশপাশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান পরিচালিত হবে। রাজশাহীতে কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে।’
কোরবানির পশু জবাইয়ের পর বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, শহরের ভেতরে সিটি করপোরেশন এবং নগরীর বাইরে উপজেলা প্রশাসনের মাধ্যমে ও স্থানীয়ভাবে বর্জ্য অপসারণ করা হবে। সে লক্ষ্যে সব ওয়ার্ডে প্রয়োজনীয় ব্লিচিং পাউডার, লোকবল ও ট্রাকের ব্যবস্থা রাখা হবে।
জেলা প্রশাসক বলেন, ঈদের জামাতের কমিটি জামাতের সব কার্যক্রম পরিচালনা করবে। পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত প্রতিবারের মতো রাজশাহী মহানগরীর হজরত শাহ্ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূলে থাকলে ঈদের প্রধান জামাত হজরত শাহ মখদুম দরগা কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) উপস্থিত ছিলেন।
মিনারুল ইসলাম নামের এক যুবলীগ নেতাকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে অনুদান দেওয়ার অভিযোগ উঠেছে। ১৪ মে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে সি ক্যাটাগরিতে তাঁকে এক লাখ টাকার চেক প্রদান করা হয়। তিনি উপজেলার মধুপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
৬ মিনিট আগেছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ছাত্রদলের দলীয় টেন্ট বুদ্ধিজীবী চত্বর থেকে মশাল মিছিলটি বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
১৬ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মেঘনা নদীতে জেলেদের জালে ২৯ কেজি ওজনের একটি বিশাল বিগহেড মাছ ধরা পড়েছে। আজ রোববার (১৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার চরলাপাং এলাকায় মাছটি ধরা পড়ে।
১৯ মিনিট আগেজুলাই আন্দোলনে হামলার ঘটনায় ৯ মাস পর মামলা করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার যুগ্ম সদস্যসচিব মারজুক আবদুল্লাহকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। আজ রোববার সংগঠনের জেলা মুখপাত্র সুমি হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ১৪ মে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি
২১ মিনিট আগে