Ajker Patrika

চাটমোহরে প্রায় সাড়ে ১৫ হাজার টন গম উৎপাদন

প্রতিনিধি, (চাটমোহর) পাবনা
আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ১৪: ৫৭
চাটমোহরে প্রায় সাড়ে ১৫ হাজার টন গম উৎপাদন

চাটমোহরে গমের ভাল ফলন হয়েছে। বর্তমান বাজারে গমের দামও ভালো। ফলে চাষীদের মুখে এখন হাসির ঝিলিক। তবে যারা জমি চাষ না করেই গমের বীজ বপন করেছে তাদের উৎপাদন খরচ কম হওয়ায় তারা বেশি লাভবান হয়েছেন।

উপজেলা কৃষি অফিস সূত্র জানা গেছে , এ বছর চাটমোহরে ৪ হাজার ৩৪০ হেক্টর জমিতে গম চাষ হয়েছিল। হেক্টর প্রতি গড় ফলন পাওয়া গেছে প্রায় সাড়ে ৩ টন। হিসেব মতে, চাটমোহরের ১১টি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় ১৫ হাজার ৩১১ টন গম উৎপাদন হয়েছে।

বেজপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকী বলেন, এ বছর আড়াই বিঘা জমিতে গম চাষ করেছিলাম। গম বীজ বপনের সময় কোন জমিতেই চাষ দেইনি। গত রবি মৌসুমের শেষদিকে এসে জমি থেকে ধান কাটার ঠিক দু’একদিন আগে কাঁদাযুক্ত জমিতে গমের বীজ ছিটানো হয়েছিলো। এতে বীজ, সার, কীটনাশক, সেচ ও বিঘা প্রতি প্রায় ৪ হাজার টাকার মতো খরচ হয়েছে। জমিতে গড়ে প্রায় ১৫ মণ হারে ফলন পেয়েছি। বর্তমানে উপজেলার হাটবাজারে প্রতিমণ গম ১ হাজার ৫০ টাকা থেকে ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। এক বিঘা জমিতে প্রায় দশ হাজার টাকা লাভ পেয়েছি। 

রামনগর গ্রামের চাষী মানিক হোসেন প্রামানিক জানান জমি চাষ করে গম আবাদে বীজ, সার, কীটনাশক, কাটামাড়াইসহ বিঘা প্রতি খরচ হয়েছে ৭ হাজার ৩৫০ টাকা। বিঘা প্রতি ফলন পেয়েছেন ১৫ মণ। প্রতি বিঘায় লাভ হয়েছে ৮ হাজার ৪০০ টাকা। 

চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এ.এ.মাসুমবিল্লাহ জানান,  গত বছরের তুলনায় এ বছর ৩০ হেক্টর জমিতে গম চাষ বেশি হয়েছে। এরমধ্য কিছু নিচু জমিতে চাষ না করেই গম আবাদ করেছেন কৃষক। আবহাওয়া গম চাষে উপযোগী হওয়ায় অন্য যেকোন বছরের চেয়ে এ বছর উৎপাদনও ভাল হয়েছে। আগাম উফশী বারী গম-৩৩ বিঘা প্রতি ১৪ থেকে ১৫ মণ ফলনও হয়েছে। সব মিলিয়ে গম চাষ করে খুশি কৃষকরা।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

টাঙ্গাইলে মারধরের জেরে মুখোমুখি বণিক সমিতি ও শ্রমিক সংগঠন, পাল্টাপাল্টি বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত