Ajker Patrika

চাল সংগ্রহে অনিয়ম, আমনুরা খাদ্যগুদাম সিলগালা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ২১: ৫৩
চাল সংগ্রহে অনিয়ম, আমনুরা খাদ্যগুদাম সিলগালা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা খাদ্যগুদাম (এলএসডি গোডাউন) সিলগালা করে দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রওশন আলী ও সহকারী কমিশনার জোবায়ের জাহাঙ্গীর এ খাদ্যগুদাম সিলগালা করে দেন। 

এর আগে ১২ এপ্রিল সরকারি চাল সংগ্রহ বিধিমালা উপেক্ষা করে আমনের পরিবর্তে কম দামে বোরো চাল কিনে আমনুরা খাদ্যগুদামে রাখা হয়েছে। এ নিয়ে আজকের পত্রিকাসহ কয়েকটি সংবাদপত্রে একটি সংবাদ প্রকাশ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে খাদ্যগুদামটি সিলগালা করা হয়। 

জানা গেছে, গত ২ মার্চ আমনুরা খাদ্যগুদাম কর্মকর্তা খন্দকার সাব্বির আহম্মেদকে সিরাজগঞ্জ জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ে সংযুক্ত করা হয়। একই আদেশে গোমস্তাপুর উপজেলার দেওপুরা এলএসডির খাদ্য পরিদর্শক মোছা. সাকিলা নাসরিনকে আমনুরা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। 

বদলি হয়ে আসা খাদ্য পরিদর্শক সাকিলা নাসরিন আমানুরা এলএসডিতে নিম্নমানের চাল দেখে দায়িত্ব বুঝে নেননি। পরে তিনি এ নিয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে লিখিত অভিযোগ দেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ৫ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ জেলা খাদ্যনিয়ন্ত্রক মাহমুদুল হাছান তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে। 

খাদ্য পরিদর্শক সাকিলা নাসরিন আজকের পত্রিকাকে বলেন, ‘দায়িত্ব বুঝে নেওয়ার জন্য ১৬ মার্চ খাদ্য কর্মকর্তাদের সঙ্গে গোডাউন পরিদর্শন করতে গিয়ে গোডাউনে আমন চালের পরিবর্তে নিম্নমানের বোরো চাল দেখতে পাই।’ 

সাকিলা নাসরিন বলেন, ‘আমন চালের পরিবর্তে সংগ্রহ করা কম দামের ৩ হাজার ৬০০ টন বোরো চাল ও চালের বস্তাগুলোতে ওজনেও কম রয়েছে।’ সব মিলিয়ে প্রায় কোটি টাকা লোপাটের অভিযোগ করেন তিনি। এ জন্য তিনি চার্জ বুঝে না নিয়ে উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কাছে অভিযোগ করেন এ কর্মকর্তা। 

সাকিলা নাসরিন আরও বলেন, ‘শনিবারও সাব্বির আহমেদের নির্দেশে কম দামের বোরো চালগুলো আমন চালের বস্তায় ভরা হচ্ছিল। এরই প্রতিবাদ করতে গেলে আমি শারীরিকভাবেও লাঞ্ছিত হই।’ 

তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত উপখাদ্য পরিদর্শক খন্দকার সাব্বির আহমেদ বলেন, প্রায় ৩ হাজার ৬০০ টন চাল সংগ্রহ করা হয়েছে। এসব চাল নিয়ম মেনেই সংগ্রহ করা হয়েছে।

খন্দকার সাব্বির আরও বলেন, ‘এখানে নতুন করে পদায়ন হওয়া খাদ্য কর্মকর্তা আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। সেটি নিয়ে তদন্ত চলছে। অপরাধ প্রমাণিত হলে আমার যা শাস্তি হবে মেনে নেব।’ 

জেলা খাদ্যনিয়ন্ত্রক মাহমুদুল হাছান আজকের পত্রিকাকে বলেন, ‘আমন চালের পরিবর্তে কম দামের বোরো চাল কেনার অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে ওই তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। তবে ওই তদন্ত কমিটির প্রধান সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সাত দিন সময় চেয়েছেন। সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত