Ajker Patrika

চারঘাটে ওয়ার্কার্স পার্টির প্রার্থীর পোস্টার অপসারণের নির্দেশ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৮: ১৩
চারঘাটে ওয়ার্কার্স পার্টির প্রার্থীর পোস্টার অপসারণের নির্দেশ

রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউপি নির্বাচনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী মতিউর রহমান তপনের পোস্টার অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে রিটার্নিং কর্মকর্তা গৌতম কুমার ২৪ ঘণ্টার মধ্যে মতিউর রহমান তপনের পোস্টার অপসারণের নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নে দলীয় প্রতীক হাতুড়ি নিয়ে লড়ছেন ওয়ার্কার্স পার্টি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মতিউর রহমান তপন। তিনি পোস্টারে দলীয় প্রধানের ছবি বাদ দিয়ে রাজশাহী-২ আসনের সাংসদ ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার ছবি ব্যবহার করেছেন, যা নির্বাচনী আইনবহির্ভূত। বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার নজরে এলে তিনি এই নির্দেশনা প্রদান করেন। 

এ ব্যাপারে ওয়ার্কার্স পার্টি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মতিউর রহমান তপন বলেন, ‘বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গঠনতন্ত্র অনুযায়ী পোস্টারে সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করা যাবে। বিষয়টি নিয়ে আমার দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে যোগাযোগ করা হয়েছে। আশা করছি এই পোস্টারে এই ছবি ব্যবহারের অনুমতি পাব।’ 

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা বলেন, ওয়ার্কার্স পার্টির গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সম্পাদক পদটিই দলীয় প্রধান পদ। এ জন্য পোস্টারে সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করা হয়েছে। অথচ একটি পক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং আমাদের দলীয় প্রার্থীকে কোণঠাসা করতে পরিকল্পিতভাবে পোস্টার অপসারণ করাতে উঠেপড়ে লেগেছে। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, ‘নির্বাচন আইন অনুযায়ী পোস্টারে দলীয় প্রধান (সভাপতি) ছাড়া কারও ছবি ব্যবহার করার নিয়ম নেই। এ জন্য আমরা পোস্টার অপসারণ করতে বলেছি। ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ না হলে নির্বাচনী আচরণবিধি অমান্য করায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর চারঘাট উপজেলার সরদহসহ ছয়টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত