কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরের মাত্র কয়েক দিন বাকি। মুসলিমরা ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য কেনাকাটায় ব্যস্ত। তবে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ‘এমভি আব্দুল্লাহ’র নাবিক নাজমুল হকের পরিবারে ঈদের আনন্দ নেই। জিম্মি হওয়া নাজমুল সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চর-নুরনগর গ্রামের আবু সামা-নার্গিস দম্পতির সন্তান।
রোববার ঘড়ির কাঁটায় সকাল ৭টা বেজে ৫ মিনিট। টিনের গেটের সামনে দাঁড়াতেই নাবিক নাজমুলের মা নার্গিস খাতুন ছুটে আসেন। জানতে চান, তাঁর ছেলের কোনো খবর আছে কি না। তিনি বলেন, ‘ঈদে সবাই বাড়ি আসে। কিন্তু আমার ছেলের কোনো খবর আসে না। আল্লাহ কাছে অনেক কান্নাকাটি করি, দোয়া করি। কিন্তু আমার ছেলে ফিরে এলো না।’
নাজমুলের মা নার্গিস খাতুন বাবা আবু সামার কাছে নিয়ে যান। বলেন, ‘দেখো বাবা, তোমার চাচা কান্নাকাটি করে অসুস্থ হয়ে গেছে ঠিকমতো খাওয়া-দাওয়া করে না।’ পাশে ছিলেন তাঁর বড় মেয়ে লিপি খাতুন।
নাজমুলের মা নার্গিস বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলেসহ যারা জাহাজে জিম্মি আছে, তাদের জন্য সব সময় দোয়া করি, আল্লাহ যেন আমাদের ছেলেদের জীবিত ফিরিয়ে আনেন।’
নার্গিস বেগম বলেন, ‘আমাদের ঈদ কেনাকাটা বলতে কিছু নেই। আমাদের সন্তানেরা বাড়ি ফিরে আসলেই ঈদ। গতবার ঈদে ছেলে বাড়িতে জামা-কাপড় ও বাজার করার জন্য টাকা পাঠিয়েছিল। এবার আমার ছেলেও নাই, টাকা পাঠানেরও কেউ নাই।’
নার্গিস বেগম আরও বলেন, টাকা না দিক, শুধু যদি শুনতাম আমাদের ছেলেরা ছাড়া পেয়েছে, তাতেই আমি খুশি।
ঈদের বাজার বা কেনাকাটার জন্য টাকা আছে কি না—জানতে চাইলে নার্গিস বেগম বলেন, ‘তোমার চাচা খুব অসুস্থ বাবা, হাতে নগদ টাকাও নেই। আল্লাহ চালাইব। একদিন শুধু পুলিশ, এসিল্যান্ড, উপজেলা চেয়ারম্যান আমাদের বাড়িতে এসে ঘুরে গেছে আর সান্ত্বনা দিয়ে গেছে। এরপর আর কেউ খোঁজ নেয়নি।’
নাজমুলের বোন লিপি খাতুন বলেন, ‘বাবা-মা কান্নাকাটি করে তাদের চোখের জ্বল শুকিয়ে গেছে, মা-বাবার জন্য চিন্তা হয়। বিশেষ করে বাবার জন্য। দোয়া করিয়েন আমার ভাই যেন ফিরে আসে।’
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার পরিবারটির জন্য ঈদসামগ্রী পাঠাব। বিষয়টি শোনার পরে ঘটনাস্থলে এসিল্যান্ড গিয়েছিল।’
পবিত্র ঈদুল ফিতরের মাত্র কয়েক দিন বাকি। মুসলিমরা ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য কেনাকাটায় ব্যস্ত। তবে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ‘এমভি আব্দুল্লাহ’র নাবিক নাজমুল হকের পরিবারে ঈদের আনন্দ নেই। জিম্মি হওয়া নাজমুল সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চর-নুরনগর গ্রামের আবু সামা-নার্গিস দম্পতির সন্তান।
রোববার ঘড়ির কাঁটায় সকাল ৭টা বেজে ৫ মিনিট। টিনের গেটের সামনে দাঁড়াতেই নাবিক নাজমুলের মা নার্গিস খাতুন ছুটে আসেন। জানতে চান, তাঁর ছেলের কোনো খবর আছে কি না। তিনি বলেন, ‘ঈদে সবাই বাড়ি আসে। কিন্তু আমার ছেলের কোনো খবর আসে না। আল্লাহ কাছে অনেক কান্নাকাটি করি, দোয়া করি। কিন্তু আমার ছেলে ফিরে এলো না।’
নাজমুলের মা নার্গিস খাতুন বাবা আবু সামার কাছে নিয়ে যান। বলেন, ‘দেখো বাবা, তোমার চাচা কান্নাকাটি করে অসুস্থ হয়ে গেছে ঠিকমতো খাওয়া-দাওয়া করে না।’ পাশে ছিলেন তাঁর বড় মেয়ে লিপি খাতুন।
নাজমুলের মা নার্গিস বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলেসহ যারা জাহাজে জিম্মি আছে, তাদের জন্য সব সময় দোয়া করি, আল্লাহ যেন আমাদের ছেলেদের জীবিত ফিরিয়ে আনেন।’
নার্গিস বেগম বলেন, ‘আমাদের ঈদ কেনাকাটা বলতে কিছু নেই। আমাদের সন্তানেরা বাড়ি ফিরে আসলেই ঈদ। গতবার ঈদে ছেলে বাড়িতে জামা-কাপড় ও বাজার করার জন্য টাকা পাঠিয়েছিল। এবার আমার ছেলেও নাই, টাকা পাঠানেরও কেউ নাই।’
নার্গিস বেগম আরও বলেন, টাকা না দিক, শুধু যদি শুনতাম আমাদের ছেলেরা ছাড়া পেয়েছে, তাতেই আমি খুশি।
ঈদের বাজার বা কেনাকাটার জন্য টাকা আছে কি না—জানতে চাইলে নার্গিস বেগম বলেন, ‘তোমার চাচা খুব অসুস্থ বাবা, হাতে নগদ টাকাও নেই। আল্লাহ চালাইব। একদিন শুধু পুলিশ, এসিল্যান্ড, উপজেলা চেয়ারম্যান আমাদের বাড়িতে এসে ঘুরে গেছে আর সান্ত্বনা দিয়ে গেছে। এরপর আর কেউ খোঁজ নেয়নি।’
নাজমুলের বোন লিপি খাতুন বলেন, ‘বাবা-মা কান্নাকাটি করে তাদের চোখের জ্বল শুকিয়ে গেছে, মা-বাবার জন্য চিন্তা হয়। বিশেষ করে বাবার জন্য। দোয়া করিয়েন আমার ভাই যেন ফিরে আসে।’
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার পরিবারটির জন্য ঈদসামগ্রী পাঠাব। বিষয়টি শোনার পরে ঘটনাস্থলে এসিল্যান্ড গিয়েছিল।’
এনজিও থেকে ঋণ নিয়ে স্বামীকে বিদেশে পাঠিয়েছিলেন গৃহবধূ মিতু খাতুন। এখন এনজিওর টাকা ফেরত দিতে না পেরে হয়েছেন মামলার আসামি। অন্যদিকে স্বামী দিয়েছেন তালাক। তাই প্রতিকার চেয়ে সম্প্রতি কোটচাঁদপুর থানায় অভিযোগ করেন তিনি।
৮ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা অনেক বেশি ভোগবিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। তিনি বলেন, ‘আমরা জুলাই শহীদদের রক্তের ওপরে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছি। তাঁরা জুলাইয়ের চেতনাকে ধারণ করছেন না। তাঁরা অনেক বেশি ভোগবিলাসে
১৭ মিনিট আগেকক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী গ্রামের জাফর আলমের মেয়ে আসমাউল হোসনা অটোরিকশায় করে পাশের ঈদগাঁও উপজেলার কালিরছড়ায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। সঙ্গে ছিল দুই নাতি ও তাঁর আরেক মেয়ে। পথিমধ্যে রামু উপজেলার রশিদ নগরের ধলিরছড়া রেলক্রসিং পার হতেই তাঁদের বহন করা অটোরিকশাটি চট্টগ্রামমুখী কক্সবাজার এক্সপ্রেসের
৪৪ মিনিট আগেরাজধানীর খিলগাঁও সিপাহীবাগ এলাকার একটি বাসা থেকে নজরুল ইসলাম মোল্লা (৪৩) নামের পুরি ও শিঙাড়া ব্যবসায়ীকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। তাঁরা বলছেন, ওই ব্যক্তিকে নির্যাতন করে অচেতন অবস্থায় তাঁদের কাছে ফেরত দেওয়া হয়।
১ ঘণ্টা আগে