Ajker Patrika

ঘর নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 
নিহত জিপু সরদার। ছবি: সংগৃহীত
নিহত জিপু সরদার। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে দুই ভাইয়ের বিরোধে একজন নিহত হয়েছেন। অন্যজন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের কৈকুণ্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জিপু সরদার (৩৮)। তিনি ওই গ্রামের রাকাত সরদারের ছোট ছেলে। আহত মনিরুল ইসলাম (৪৫) নিহতের মেজ ভাই। তাঁকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ঘরবাড়ির ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে মনিরুল জিপুকে মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন। একই সঙ্গে জিপু মনিরুলকে হাঁসুয়া দিয়ে কোপ দেন।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। খুনের ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘর ভাগাভাগি নিয়ে বেশ কিছু দিন ধরে ওই দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গতকাল বুধবার এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এরই জেরে আজ দুপুরে মেজ ভাই মনিরুল ইসলাম ও ছোট ভাই জিপু সরদারের মধ্যে ঝগড়া শুরু হয়। তাঁদের বাবা রাকাত সরদার এসেও ঝগড়া থামাতে পারেননি। একপর্যায়ে জিপু সরদার তাঁর মেজ ভাই মনিরুল ইসলামকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে আহত করেন। মনিরুলও প্রতিশোধ নিতে আহত অবস্থা তাঁর হাতে থাকা লোহার রড দিয়ে ছোট ভাই জিপুর মাথায় কয়েকটি আঘাত করেন। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা উভয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এর মধ্যে জিপু সরদারের অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় রাস্তায় তাঁর মৃত্যু হয়। আহত মনিরুলকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত