Ajker Patrika

সন্তানের নির্যাতন সইতে না পেরে মায়ের আত্মহত্যার অভিযোগ 

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ১৫ জুন ২০২২, ২০: ২১
সন্তানের নির্যাতন সইতে না পেরে মায়ের আত্মহত্যার অভিযোগ 

পাবনার আটঘরিয়ায় সূর্য খাতুন (৪০) নামের এক নারী সন্তানের নির্যাতন সইতে না পেরে গ্যাস বড়ি খেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর (পুকুরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। আজ বুধবার বিকেলে ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ দাফন করা হয়। 

মৃত সূর্য খাতুন পুকুরপাড়া গ্রামের সিফাত প্রামাণিকের স্ত্রী ও চক তারাপাশা গ্রামের মৃত আব্দুল জব্বারের মেয়ে। তাঁর ছেলের নাম সাইদুল ইসলাম (২৮)। 

আজ বুধবার মৃতের স্বজন ও প্রতিবেশীরা বলেন, সূর্য বেগমের ছেলে সাইদুল ইসলাম প্রায়ই কারণে-অকারণে তাঁর মাকে মারধর করতেন। গতকাল মঙ্গলবার বিকেলেও ছেলে সাইদুল তাঁর মাকে বেদম মারপিট করে গুরুতর আহত করেন। এরই একপর্যায়ে সূর্য খাতুন আটঘরিয়া হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে বাজার থেকে গ্যাসের বড়ি কিনে বাড়িতে এসে সেগুলো খেয়ে নেন। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

সূর্য খাতুনের ভাই রওশন আলী অভিযোগ করে বলেন, ‘আমার বোনকে প্রায়ই তার ছেলে সাইদুল ইসলাম মারপিট করত। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করি।’ 

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত