আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার আটঘরিয়ায় সূর্য খাতুন (৪০) নামের এক নারী সন্তানের নির্যাতন সইতে না পেরে গ্যাস বড়ি খেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর (পুকুরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। আজ বুধবার বিকেলে ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ দাফন করা হয়।
মৃত সূর্য খাতুন পুকুরপাড়া গ্রামের সিফাত প্রামাণিকের স্ত্রী ও চক তারাপাশা গ্রামের মৃত আব্দুল জব্বারের মেয়ে। তাঁর ছেলের নাম সাইদুল ইসলাম (২৮)।
আজ বুধবার মৃতের স্বজন ও প্রতিবেশীরা বলেন, সূর্য বেগমের ছেলে সাইদুল ইসলাম প্রায়ই কারণে-অকারণে তাঁর মাকে মারধর করতেন। গতকাল মঙ্গলবার বিকেলেও ছেলে সাইদুল তাঁর মাকে বেদম মারপিট করে গুরুতর আহত করেন। এরই একপর্যায়ে সূর্য খাতুন আটঘরিয়া হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে বাজার থেকে গ্যাসের বড়ি কিনে বাড়িতে এসে সেগুলো খেয়ে নেন। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সূর্য খাতুনের ভাই রওশন আলী অভিযোগ করে বলেন, ‘আমার বোনকে প্রায়ই তার ছেলে সাইদুল ইসলাম মারপিট করত। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করি।’
এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
পাবনার আটঘরিয়ায় সূর্য খাতুন (৪০) নামের এক নারী সন্তানের নির্যাতন সইতে না পেরে গ্যাস বড়ি খেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর (পুকুরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। আজ বুধবার বিকেলে ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ দাফন করা হয়।
মৃত সূর্য খাতুন পুকুরপাড়া গ্রামের সিফাত প্রামাণিকের স্ত্রী ও চক তারাপাশা গ্রামের মৃত আব্দুল জব্বারের মেয়ে। তাঁর ছেলের নাম সাইদুল ইসলাম (২৮)।
আজ বুধবার মৃতের স্বজন ও প্রতিবেশীরা বলেন, সূর্য বেগমের ছেলে সাইদুল ইসলাম প্রায়ই কারণে-অকারণে তাঁর মাকে মারধর করতেন। গতকাল মঙ্গলবার বিকেলেও ছেলে সাইদুল তাঁর মাকে বেদম মারপিট করে গুরুতর আহত করেন। এরই একপর্যায়ে সূর্য খাতুন আটঘরিয়া হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে বাজার থেকে গ্যাসের বড়ি কিনে বাড়িতে এসে সেগুলো খেয়ে নেন। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সূর্য খাতুনের ভাই রওশন আলী অভিযোগ করে বলেন, ‘আমার বোনকে প্রায়ই তার ছেলে সাইদুল ইসলাম মারপিট করত। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করি।’
এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ থেকে জানা যায়, গাজিয়া গ্রামের মৃত নগেন্দ্রনাথ মন্ডলের ছেলে নৃপেন মন্ডল একসময় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন। গ্রামে ফিরে এসে মাথায় তিলক লাগিয়ে নিজেকে ’সাধু’ হিসেবে পরিচয় দিতে থাকেন। এভাবে সবার আস্থা অর্জন করে তিনি ‘আরামকাঠি সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি’-এর পরিচালক পরিচয়ে গ্রামের মানুষদের কাছ...
২৭ মিনিট আগেউল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে ট্রেনের সময়সূচিতে বিপর্যয় ঘটতে পারে। রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস এবং চিলাহাটি ও কুড়িগ্রাম থেকে ঢাকাগামী ননস্টপ ট্রেনগুলোর চলাচলে বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায়
৩৩ মিনিট আগেস্থানীয়রা জানান, রাত ১২টার দিকে দুর্বৃত্তরা রেজাউল ইসলামকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর তারা বাড়ির পাশেই তাকে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
৩৫ মিনিট আগেতাপমাত্রা ও আর্দ্রতার অতিরিক্ত চাপ গবাদিপশু ও পোলট্রির উৎপাদন কমিয়ে দেয়, রোগের ঝুঁকি বাড়ায় এবং অনেক সময় প্রাণীর মৃত্যুও ঘটায়। দেশের ছোট ও মাঝারি খামারিরা এই সমস্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। এই সমস্যা সমাধানের লক্ষ্যেই বাকৃবির পশুপালন অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী আল মোমেন প্রান্ত এই...
২ ঘণ্টা আগে