প্রতিনিধি, বাগমারা (রাজশাহী)
রাজশাহীর বাগমারায় হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর করোনায় আক্রান্ত হয়ে মারা যান রহিমা বেগম (৭০) নামের এক নারী। অন্যদিকে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে মারা যান এক এনজিও কর্মকর্তা। আজ সোমবার সকালে করোনায় ওই দুজন মারা যান।
মৃতরা হলেন উপজেলার শ্রীপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী রহিমা বেগম এবং ভবানীগঞ্জ পৌরসভার সাদোপাড়া গ্রামের মুকুল হোসেন (৫৬)।
জানা গেছে, সোমবার সকালে ৯টার কিছুক্ষণ আগে করোনার উপসর্গ নিয়ে রহিমা বেগমকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। করোনা পরীক্ষার আগে চিকিৎসা করা যাবে না জানিয়ে হাসপাতালের বারান্দায় রাখা হয় তাঁকে। সকাল ৯টায় ল্যাব টেকনিশিয়ান হাসপাতালে এলে বৃদ্ধার অ্যান্টিজেন পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। এর পরেই চিকিৎসকদের সামনে ছটফটিয়ে মারা যান ওই বৃদ্ধা। মারা যাওয়ার পরে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে।
স্বজনেরা অভিযোগ করেন, রহিমার শ্বাসকষ্ট ছিল। অক্সিজেনের প্রয়োজন থাকার পরেও হাসপাতাল থেকে এর ব্যবস্থা করা হয়নি এবং চিকিৎসায় চিকিৎসকদের চরম অবহেলা ছিল।
অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে করোনায় আক্রান্ত হয়ে ভবানীগঞ্জ পৌরসভার সাদোপাড়া গ্রামে এনজিও কর্মকর্তা মুকুল হোসেন (৫৬) মারা যান। তিনি রংপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
স্থানীয়রা জানান, লকডাউন ঘোষণার পর মুকুল বাড়িতে চলে আসেন। করোনার উপসর্গ দেখা দেওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা পরীক্ষা করেন তিনি। এরপর পজিটিভ প্রতিবেদন আসে তাঁর। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন মুকুল।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এর সত্যতা নিশ্চিত করেছেন। এ নিয়ে উপজেলায় করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে আরও তিনজন মারা গেছেন। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে তিনজন চিকিৎসাধীন আছেন। এঁদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, মৃত্যুর পরেই রহিমা বেগমের করোনা পজিটিভ প্রতিবেদন আসে। কিন্তু চিকিৎসকদের অবহেলার বিষয়ে কিছু বলেননি তিনি।
রাজশাহীর বাগমারায় হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর করোনায় আক্রান্ত হয়ে মারা যান রহিমা বেগম (৭০) নামের এক নারী। অন্যদিকে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে মারা যান এক এনজিও কর্মকর্তা। আজ সোমবার সকালে করোনায় ওই দুজন মারা যান।
মৃতরা হলেন উপজেলার শ্রীপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী রহিমা বেগম এবং ভবানীগঞ্জ পৌরসভার সাদোপাড়া গ্রামের মুকুল হোসেন (৫৬)।
জানা গেছে, সোমবার সকালে ৯টার কিছুক্ষণ আগে করোনার উপসর্গ নিয়ে রহিমা বেগমকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। করোনা পরীক্ষার আগে চিকিৎসা করা যাবে না জানিয়ে হাসপাতালের বারান্দায় রাখা হয় তাঁকে। সকাল ৯টায় ল্যাব টেকনিশিয়ান হাসপাতালে এলে বৃদ্ধার অ্যান্টিজেন পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। এর পরেই চিকিৎসকদের সামনে ছটফটিয়ে মারা যান ওই বৃদ্ধা। মারা যাওয়ার পরে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে।
স্বজনেরা অভিযোগ করেন, রহিমার শ্বাসকষ্ট ছিল। অক্সিজেনের প্রয়োজন থাকার পরেও হাসপাতাল থেকে এর ব্যবস্থা করা হয়নি এবং চিকিৎসায় চিকিৎসকদের চরম অবহেলা ছিল।
অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে করোনায় আক্রান্ত হয়ে ভবানীগঞ্জ পৌরসভার সাদোপাড়া গ্রামে এনজিও কর্মকর্তা মুকুল হোসেন (৫৬) মারা যান। তিনি রংপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
স্থানীয়রা জানান, লকডাউন ঘোষণার পর মুকুল বাড়িতে চলে আসেন। করোনার উপসর্গ দেখা দেওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা পরীক্ষা করেন তিনি। এরপর পজিটিভ প্রতিবেদন আসে তাঁর। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন মুকুল।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এর সত্যতা নিশ্চিত করেছেন। এ নিয়ে উপজেলায় করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে আরও তিনজন মারা গেছেন। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে তিনজন চিকিৎসাধীন আছেন। এঁদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, মৃত্যুর পরেই রহিমা বেগমের করোনা পজিটিভ প্রতিবেদন আসে। কিন্তু চিকিৎসকদের অবহেলার বিষয়ে কিছু বলেননি তিনি।
খুলনার ফুলতলায় প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে সুমন মোল্লা (৪২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার জামিরা বাজারসংলগ্ন পিপরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগেকুমিল্লা নগরীতে বড় ভাইয়ের মোটরবাইক থেকে ছিটকে পড়া এক যুবক কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর টমছম ব্রিজ রামমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মু. রকিবুল ইসলাম।
১৪ মিনিট আগেদুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘দুদকের বিরুদ্ধেও অভিযোগ আসে এবং প্রতিষ্ঠানটিরও বদনাম রয়েছে। এই বদনাম বা দুদকের কোনো কর্মকর্তার দুর্নীতি ধরিয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
১৭ মিনিট আগেবর্তমান সংস্কার নিয়ে যাঁরা নির্বাচন বিলম্ব করছেন। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফায় এটা অনেক আগেই অন্তর্ভুক্ত করছেন। তাই সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
২০ মিনিট আগে