Ajker Patrika

রাবিতে ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি

রাবি প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২৩, ১০: ৩৯
রাবিতে ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি

হল প্রাধ্যক্ষের উপস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে মানসিক নির্যাতনের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর। 

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক আশরাফুল ইসলাম খানকে। বাকি দুই সদস্য হলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলের আবাসিক শিক্ষক ও প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মণিকৃষ্ণ মহন্ত এবং সহকারী প্রক্টর ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাইকা কবীর নিতু। 

ছাত্র উপদেষ্টা এম তারেক নূর বলেন, তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁদের আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছি। প্রতিবেদনের পর সত্যতা মিললে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলে কাজী সুমাইয়া আক্তার নামের ছাত্রীকে হল প্রাধ্যক্ষের উপস্থিতিতে মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে একই হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তার এক সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কাজী সুমাইয়া আক্তার বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ৫০১ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। অভিযুক্ত স্মৃতি বালা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তাঁর সহযোগী নুরুন্নাহার দোলন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত