তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে পঞ্চম শ্রেণি পাস যুবলীগ নেতা হলেন মাদ্রাসা পরিচালনা কমিটির (এডহক) সভাপতি। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র-প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কমিটি বাতিল চেয়ে জনস্বার্থে সরকারের একাধিক দপ্তরে লিখিত অভিযোগ করেছেন আব্দুল কুদ্দুস নামের স্থানীয় এক ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের রোকনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায়।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রোকনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় চার মাস আগে পরিচালনা কমিটির মেয়াদ শেষ হয়। কমিটির মেয়াদ শেষে এডহক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন মাদ্রাসার সুপার মো. আব্দুল জলিল। এলাকায় অনেক শিক্ষিত ও যোগ্য ব্যক্তি থাকার পরও সুপার স্বেচ্ছাচারিতা করে অনিয়মের মাধ্যমে এডহক কমিটি গঠন করেন। কমিটিতে তালম ইউনিয়নের বড়ই চড়া গ্রামের মোকছেদ আলীর (মৃত) ছেলে মো. আলামিন কাওসারকে সভাপতি করা হয়েছে। আলামিন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তাঁর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি পাস।
আলামিন কাওসারকে এডহক কমিটি থেকে বাদ দিয়ে যোগ্য ও শিক্ষিত লোককে সভাপতি করার দাবি জানিয়ে গতকাল রোববার ইউএনও এবং শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয় আব্দুল কুদ্দুস। এ ছাড়া আলামিন কাওসার পূর্ণাঙ্গ পরিচালনা কমিটির সভাপতি হওয়ার জন্য জোর তদবির চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল কুদ্দুস বলেন, ‘মাস্টার্স পাস লোকজনের কমিটিতে ফাইভ পাস একজন সভাপতি থাকবেন এটা মেনে নিতে পারিনি। জনস্বার্থে এ কমিটি বাতিল চেয়ে লিখিত অভিযোগ করেছি।’
যুবলীগ নেতা আলামিন কাওসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি নবম শ্রেণি পাস করেছি। এখন দশম শ্রেণিতে ভর্তি হয়ে পড়াশোনা করছি।’
এ দিকে অনিয়ম করে এডহক কমিটি গঠনের অভিযোগের বিষয়ে মাদ্রাসার সুপার মো. আব্দুল জলিল বলেন, ‘এডহক কমিটি বিধি অনুসরণ করেই গঠন করা হয়েছে।’
লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফকির জাকির বলেন, ‘বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, সম্প্রতি যুবলীগ নেতা আলামিন কাওসারের বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে এসেছে।
সিরাজগঞ্জের তাড়াশে পঞ্চম শ্রেণি পাস যুবলীগ নেতা হলেন মাদ্রাসা পরিচালনা কমিটির (এডহক) সভাপতি। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র-প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কমিটি বাতিল চেয়ে জনস্বার্থে সরকারের একাধিক দপ্তরে লিখিত অভিযোগ করেছেন আব্দুল কুদ্দুস নামের স্থানীয় এক ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের রোকনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায়।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রোকনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় চার মাস আগে পরিচালনা কমিটির মেয়াদ শেষ হয়। কমিটির মেয়াদ শেষে এডহক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন মাদ্রাসার সুপার মো. আব্দুল জলিল। এলাকায় অনেক শিক্ষিত ও যোগ্য ব্যক্তি থাকার পরও সুপার স্বেচ্ছাচারিতা করে অনিয়মের মাধ্যমে এডহক কমিটি গঠন করেন। কমিটিতে তালম ইউনিয়নের বড়ই চড়া গ্রামের মোকছেদ আলীর (মৃত) ছেলে মো. আলামিন কাওসারকে সভাপতি করা হয়েছে। আলামিন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তাঁর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি পাস।
আলামিন কাওসারকে এডহক কমিটি থেকে বাদ দিয়ে যোগ্য ও শিক্ষিত লোককে সভাপতি করার দাবি জানিয়ে গতকাল রোববার ইউএনও এবং শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয় আব্দুল কুদ্দুস। এ ছাড়া আলামিন কাওসার পূর্ণাঙ্গ পরিচালনা কমিটির সভাপতি হওয়ার জন্য জোর তদবির চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল কুদ্দুস বলেন, ‘মাস্টার্স পাস লোকজনের কমিটিতে ফাইভ পাস একজন সভাপতি থাকবেন এটা মেনে নিতে পারিনি। জনস্বার্থে এ কমিটি বাতিল চেয়ে লিখিত অভিযোগ করেছি।’
যুবলীগ নেতা আলামিন কাওসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি নবম শ্রেণি পাস করেছি। এখন দশম শ্রেণিতে ভর্তি হয়ে পড়াশোনা করছি।’
এ দিকে অনিয়ম করে এডহক কমিটি গঠনের অভিযোগের বিষয়ে মাদ্রাসার সুপার মো. আব্দুল জলিল বলেন, ‘এডহক কমিটি বিধি অনুসরণ করেই গঠন করা হয়েছে।’
লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফকির জাকির বলেন, ‘বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, সম্প্রতি যুবলীগ নেতা আলামিন কাওসারের বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে এসেছে।
কুষ্টিয়া সাংবাদিক ফোরাম–ঢাকার দ্বিবার্ষিক নির্বাচন (২০২৫-২৬) অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাজধানী শান্তিনগর ‘কুষ্টিয়া ভবনে’ নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। তবে, এবার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। কুষ্টিয়া, সাংবাদিক, নির্
৪ মিনিট আগেসিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারের নামে পূর্বাচলে বরাদ্দ দেওয়া ১০০ একর জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
২৩ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সন্ধানে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি ‘গোপন আস্তানায়’ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ সোমবার ভোরে এই অভিযান চালানো হয়।
৩১ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন একটি আবাসন কোম্পানির ছয়তলার বহুতল ভবন ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আজ সোমবার সকালে নগরীর আসকারদীঘির পাড়ে এস এস খালেদ রোডসংলগ্ন নির্মাণাধীন ভবনটিতে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে ভাঙার কাজ শুরু হয়।
৩৩ মিনিট আগে