জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে পুলিশের ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় উত্তম কুমার ঘোষ (৪২) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে জয়পুরহাট থানা পুলিশ। আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পাঁচবিবি-জয়পুরহাট রোডের একটি বাসের ভেতরে টাকা দাবির ঘটনায় শহরের পাঁচুর মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি জয়পুরহাট শহরের বঙ্গবন্ধু রোড এলাকার মৃত ধীরেন্দ্রনাথ ঘোষের ছেলে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, নওগাঁ জেলার রানীনগর এলাকার শরীফুল, তৌফিকসহ তিনজন ব্যক্তি পাঁচবিবি থেকে বাস যোগে জয়পুরহাটের দিকে আসছিলেন। পথিমধ্যে বাসের ভেতরে উত্তম নামের ব্যক্তি নিজেকে পুলিশের এসআই বলে পরিচয় দেন। তিনি শরীফুলসহ তাঁর সঙ্গীদের শরীর তল্লাশি করতে চান। এই বলে যে, তাঁদের কাছে মাদকদ্রব্য আছে। এরই মধ্যে বাসটি জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে চলে আসে। তখন উত্তম তাঁদের পাঁচুর মোড়ের অদূরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নিয়ে যান।
আলমগীর জাহান আরও বলেন, একপর্যায়ে তাঁদের ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করেন উত্তম কুমার। টাকা না দিলে, তাঁদের গ্রেপ্তার করা হবে বলেও হুমকি দেন। এ সময় তাঁদের কাছে থাকা ১ হাজার ৮০০ টাকা হাতিয়ে নেন এবং বাড়ি থেকে অবশিষ্ট টাকা আনতে বলেন। উদ্ভূত পরিস্থিতিতে শরীফুলের স্বজন তৌফিক কৌশলে প্রস্রাব করতে যাওয়ার কথা বলে স্থানীয়দের কাছ থেকে থানার মোবাইল নম্বরে সংগ্রহ করে পুলিশে খবর দেন।
পুলিশ বিষয়টি দ্রুত আমলে নিয়ে ঘটনাস্থল থেকে উত্তমকে আটক করে থানায় নিয়ে যান। পরে তৌফিক বাদী হয়ে মামলা করলে, পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
জয়পুরহাটে পুলিশের ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় উত্তম কুমার ঘোষ (৪২) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে জয়পুরহাট থানা পুলিশ। আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পাঁচবিবি-জয়পুরহাট রোডের একটি বাসের ভেতরে টাকা দাবির ঘটনায় শহরের পাঁচুর মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি জয়পুরহাট শহরের বঙ্গবন্ধু রোড এলাকার মৃত ধীরেন্দ্রনাথ ঘোষের ছেলে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, নওগাঁ জেলার রানীনগর এলাকার শরীফুল, তৌফিকসহ তিনজন ব্যক্তি পাঁচবিবি থেকে বাস যোগে জয়পুরহাটের দিকে আসছিলেন। পথিমধ্যে বাসের ভেতরে উত্তম নামের ব্যক্তি নিজেকে পুলিশের এসআই বলে পরিচয় দেন। তিনি শরীফুলসহ তাঁর সঙ্গীদের শরীর তল্লাশি করতে চান। এই বলে যে, তাঁদের কাছে মাদকদ্রব্য আছে। এরই মধ্যে বাসটি জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে চলে আসে। তখন উত্তম তাঁদের পাঁচুর মোড়ের অদূরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নিয়ে যান।
আলমগীর জাহান আরও বলেন, একপর্যায়ে তাঁদের ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করেন উত্তম কুমার। টাকা না দিলে, তাঁদের গ্রেপ্তার করা হবে বলেও হুমকি দেন। এ সময় তাঁদের কাছে থাকা ১ হাজার ৮০০ টাকা হাতিয়ে নেন এবং বাড়ি থেকে অবশিষ্ট টাকা আনতে বলেন। উদ্ভূত পরিস্থিতিতে শরীফুলের স্বজন তৌফিক কৌশলে প্রস্রাব করতে যাওয়ার কথা বলে স্থানীয়দের কাছ থেকে থানার মোবাইল নম্বরে সংগ্রহ করে পুলিশে খবর দেন।
পুলিশ বিষয়টি দ্রুত আমলে নিয়ে ঘটনাস্থল থেকে উত্তমকে আটক করে থানায় নিয়ে যান। পরে তৌফিক বাদী হয়ে মামলা করলে, পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
নাটোরের বড়াইগ্রামে নাজমুল হক (৩৬) নামের এক যুবকের চোখ তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। গত রোববার উপজেলার বাজিতপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেএমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের প্রতি সম্মান দেখিয়ে শিক্ষা উপদেষ্টা বিদায়ী ভাষণে শিক্ষক-কর্মচারীদের জন্য আসন্ন ঈদুল আজহা থেকে উৎসব ভাতা ও সম্পূরক বাজেট এবং আগামী বাজেট থেকে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতাসহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন...
৩৬ মিনিট আগেপ্রতারণার অভিযোগে দায়ের করা এক মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডট কম লিমিটেডের চেয়ারম্যান মো. আইয়ুব আলী ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রিপন মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন...
১ ঘণ্টা আগেকিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে তৃতীয়বারের মতো মো. সহিদুল আলম শহীদ সভাপতি এবং বিএনপি সমর্থিত প্যানেলের আমিনুল ইসলাম রতন পঞ্চমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার (৫ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে রাত ১২টার দ
১ ঘণ্টা আগে