নাটোর প্রতিনিধি
নাটোরে সংবাদ সংগ্রহের জন্য থানার চিত্রধারণ করার সময় এক সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদের বিরুদ্ধে। এ সময় ওসি ক্যামেরা পারসনকে ধাক্কা দেন বলেও অভিযোগ করেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোর সদর থানার ভেতর এ ঘটনা ঘটে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপে ক্যামেরা ও মোবাইল ফোন ফেরত পান বলে জানান ওই সাংবাদিক।
চ্যানেল টোয়েন্টিফোরের নাটোর জেলার স্টাফ রিপোর্টার দেবাশীষ কুমার সরকার বলেন, ‘একজন আসামির সাহায্য নিয়ে পুলিশ আরেক আসামি গ্রেপ্তার করে—এ নিয়ে প্রতিবেদন তৈরির জন্য নাটোর সদর থানায় যাই। এ সময় ওসি ক্ষিপ্ত হয়ে অশোভন আচরণ করেন। ক্যামেরা অন করে সে দৃশ্য রেকর্ড করতে লাগলে ওসি ক্যামেরা কেড়ে নেন। ক্যামেরা পারসন সজিবুরকে ধাক্কা দেন। এ সময় সে দৃশ্য ধারণ করতে লাগলে আমার ফোন কেড়ে নেন। পরে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ও ক্যামেরা থানার উপপরিদর্শক শাহাদৎ হোসেনের জিম্মায় রেখে বাইরে চলে যান।’
এদিকে ঘটনটি জানাজানি হলে সাংবাদিকেরা ক্ষুব্ধ হন। পরে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শরিফুল ইসলাম থানায় আসেন। এ সময় ক্যামেরা ও মোবাইল ফোন ফেরত দিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন এবং ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ‘আমি মোবাইল ফোনে অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে কথা বলছিলাম। এ সময় তিনি প্রশ্ন করা শুরু করেন। ক্যামেরাম্যান এসব রেকর্ড করছিল। এ কারণে তাঁদের মোবাইল এবং ক্যামেরা একজন উপপরিদর্শকের কাছে দিয়ে যাই। অফিসে ঢুকেই কথোপকথন রেকর্ড করা তো ঠিক না। আমি দুঃখ পেয়েছি।’
নাটোরে সংবাদ সংগ্রহের জন্য থানার চিত্রধারণ করার সময় এক সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদের বিরুদ্ধে। এ সময় ওসি ক্যামেরা পারসনকে ধাক্কা দেন বলেও অভিযোগ করেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোর সদর থানার ভেতর এ ঘটনা ঘটে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপে ক্যামেরা ও মোবাইল ফোন ফেরত পান বলে জানান ওই সাংবাদিক।
চ্যানেল টোয়েন্টিফোরের নাটোর জেলার স্টাফ রিপোর্টার দেবাশীষ কুমার সরকার বলেন, ‘একজন আসামির সাহায্য নিয়ে পুলিশ আরেক আসামি গ্রেপ্তার করে—এ নিয়ে প্রতিবেদন তৈরির জন্য নাটোর সদর থানায় যাই। এ সময় ওসি ক্ষিপ্ত হয়ে অশোভন আচরণ করেন। ক্যামেরা অন করে সে দৃশ্য রেকর্ড করতে লাগলে ওসি ক্যামেরা কেড়ে নেন। ক্যামেরা পারসন সজিবুরকে ধাক্কা দেন। এ সময় সে দৃশ্য ধারণ করতে লাগলে আমার ফোন কেড়ে নেন। পরে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ও ক্যামেরা থানার উপপরিদর্শক শাহাদৎ হোসেনের জিম্মায় রেখে বাইরে চলে যান।’
এদিকে ঘটনটি জানাজানি হলে সাংবাদিকেরা ক্ষুব্ধ হন। পরে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শরিফুল ইসলাম থানায় আসেন। এ সময় ক্যামেরা ও মোবাইল ফোন ফেরত দিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন এবং ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ‘আমি মোবাইল ফোনে অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে কথা বলছিলাম। এ সময় তিনি প্রশ্ন করা শুরু করেন। ক্যামেরাম্যান এসব রেকর্ড করছিল। এ কারণে তাঁদের মোবাইল এবং ক্যামেরা একজন উপপরিদর্শকের কাছে দিয়ে যাই। অফিসে ঢুকেই কথোপকথন রেকর্ড করা তো ঠিক না। আমি দুঃখ পেয়েছি।’
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ময়নাল হক (৩৫) নামে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ উঠেছে, বাঁশ ও কাপড় দিয়ে বানানো নৌকা রাস্তার মোড়ে টাঙিয়েছেন তিনি।গ্রেপ্তার ময়নাল উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ারপাড় এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কুড়ারপাড়...
৭ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার এক দিন পর যোগদান করেছেন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অব.) ড. মো. মাকসুদ হেলালী। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তিনি যোগদান করেন।
২০ মিনিট আগেকুড়িগ্রামের রৌমারীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
২১ মিনিট আগেআসাদুজ্জামান রিপন বলেন, সরকারের উপদেষ্টা পরিষদের অধিকাংশই প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতা থেকে বঞ্চিত। অনেক মন্ত্রণালয় আজ স্থবির হয়ে পড়েছে। দেশের নানা সংকটে সরকার যে কার্যকর নেতৃত্ব দিতে ব্যর্থ, তা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে।
২৭ মিনিট আগে