Ajker Patrika

ভাঙ্গুড়ায় অটোভ্যান উল্টে ছোট বোনের মৃত্যু, বড় বোন হাসপাতালে

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৯: ৩১
ভাঙ্গুড়ায় অটোভ্যান উল্টে ছোট বোনের মৃত্যু, বড় বোন হাসপাতালে

নাতনিজামাইর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন সাজেদা খাতুন (৫৫) ও তাঁর বড় বোন নুরজাহান খাতুন (৭০)। কিন্তু পথে অটোভ্যান উল্টে ছোট বোন মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছেন তাঁর বড় বোন নুরজাহান খাতুন। আজ সোমবার দুপুরে পাবনার ভাঙ্গুড়া-অষ্টমনীষা সড়কের ঝবঝবিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ছোট বোন পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার দেওভোগ গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী। 

জানা গেছে, বড় বোন নুরজাহানকে নিয়ে অটোভ্যানে অষ্টমনীষা গ্রামে নাতনিজামাইর বাড়ি বেড়াতে যাচ্ছিলেন সাজেদা খাতুন। পথে ঝবঝবিয়া নামক স্থানে পৌঁছালে অপর একটি অটোভ্যানের ধাক্কায় তাঁদের গাড়িটি উল্টে যায়। এতে মারাত্মক আহত হন দুই বোন সাজেদা খাতুন ও নুরজাহান খাতুন। 

স্থানীয় লোকজন তাঁদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছোট বোন সাজেদা খাতুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত বড় বোন নুরজাহান খাতুন ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, কোনো অভিযোগ না থাকায় ছোট বোন সাজেদার মরদেহ তাঁদের আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া বড় বোন নুরজাহান হাসপাতালে ভর্তি রয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত