বগুড়া প্রতিনিধি
বগুড়ায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধবিরোধী কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে গিয়ে সরকারি আজিজুল হক কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে জেলা সভাপতিসহ ১৩ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা এবং যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তাঁদের দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে দুই পক্ষের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে ছাত্রলীগের দুই গ্রুপের নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাসে জড়ো হয়। বেলা সাড়ে ১১টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার নেতৃত্বে অবরোধবিরোধী মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বটতলায় আসে। সেখানে সমাবেশে সজীব সাহা বক্তব্য দেওয়ার সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের সময় স্টিলের পাইপ এবং হকিস্টিক নিয়ে এক গ্রুপ আরেক গ্রুপের ওপর হামলা করে। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, যুগ্ম সম্পাদক মাহফুজার রহমানসহ উভয় গ্রুপের ১৩ জন আহত হয়।
সংঘর্ষের সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সভাপতি সজীব সাহা আমাকে একসঙ্গে মিছিল করতে বলেন। আমরা সহসভাপতি তৌহিদের জন্য অপেক্ষা করতে বলি। কিন্তু তারা অপেক্ষা না করে মিছিল বের করে। মিছিল শেষ করে আমাদের গ্রুপের নেতা-কর্মীদের ওপর চড়াও হয়। সজীব গ্রুপের নেতা-কর্মীরা আমাকে ছুরিকাঘাত করে। তাদের মারপিটে আমার গ্রুপের আরও পাঁচজন আহত হয়।’
আরেক পক্ষের বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজিজুল হক কলেজ ক্যাম্পাসে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার নেতৃত্বে অবরোধবিরোধী মিছিল হয়। মিছিল শেষে বটতলায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মাহফুজার রহমান ও তৌহিদের নেতৃত্বে সজীব সাহার ওপর হামলা করা হয়। তারা হকিস্টিক দিয়ে পিটিয়ে সজীব সাহাসহ পাঁচজনকে আহত করে। পরে কলেজের সাধারণ শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়।’
আল মাহিদুল ইসলাম আরও বলেন, হামলাকারীরা বিএনপি-জামায়াতের দোসর। তারা ছাত্রলীগে অনুপ্রবেশ করেছে।
এ বিষয়ে বগুড়া শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নেতৃত্বে রয়েছে।
বগুড়ায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধবিরোধী কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে গিয়ে সরকারি আজিজুল হক কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে জেলা সভাপতিসহ ১৩ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা এবং যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তাঁদের দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে দুই পক্ষের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে ছাত্রলীগের দুই গ্রুপের নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাসে জড়ো হয়। বেলা সাড়ে ১১টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার নেতৃত্বে অবরোধবিরোধী মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বটতলায় আসে। সেখানে সমাবেশে সজীব সাহা বক্তব্য দেওয়ার সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের সময় স্টিলের পাইপ এবং হকিস্টিক নিয়ে এক গ্রুপ আরেক গ্রুপের ওপর হামলা করে। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, যুগ্ম সম্পাদক মাহফুজার রহমানসহ উভয় গ্রুপের ১৩ জন আহত হয়।
সংঘর্ষের সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সভাপতি সজীব সাহা আমাকে একসঙ্গে মিছিল করতে বলেন। আমরা সহসভাপতি তৌহিদের জন্য অপেক্ষা করতে বলি। কিন্তু তারা অপেক্ষা না করে মিছিল বের করে। মিছিল শেষ করে আমাদের গ্রুপের নেতা-কর্মীদের ওপর চড়াও হয়। সজীব গ্রুপের নেতা-কর্মীরা আমাকে ছুরিকাঘাত করে। তাদের মারপিটে আমার গ্রুপের আরও পাঁচজন আহত হয়।’
আরেক পক্ষের বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজিজুল হক কলেজ ক্যাম্পাসে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার নেতৃত্বে অবরোধবিরোধী মিছিল হয়। মিছিল শেষে বটতলায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মাহফুজার রহমান ও তৌহিদের নেতৃত্বে সজীব সাহার ওপর হামলা করা হয়। তারা হকিস্টিক দিয়ে পিটিয়ে সজীব সাহাসহ পাঁচজনকে আহত করে। পরে কলেজের সাধারণ শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়।’
আল মাহিদুল ইসলাম আরও বলেন, হামলাকারীরা বিএনপি-জামায়াতের দোসর। তারা ছাত্রলীগে অনুপ্রবেশ করেছে।
এ বিষয়ে বগুড়া শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নেতৃত্বে রয়েছে।
পায়ে বল্লমের আঘাতে অসুস্থ হওয়া বন্য হাতিটির দ্বিতীয় দফায় চিকিৎসা করেছে বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগ। আজ রোববার (১৮ মে) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা কালাপানি পাহাড়ের বড়খোল এলাকার গহিন জঙ্গলে হাতিটির চিকিৎসা দেওয়া হয়। এর আগে ১ মে হাতিটির পায়ের ক্ষতস্থান পরিষ্কার করে অ্যান্টিবায়োটিক...
২ মিনিট আগেছাত্র-জনতার অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে গিয়ে আহত এক যুবলীগ নেতা জুলাইযোদ্ধা হিসেবে অনুদান পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ১৪ মে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে আহত জুলাইযোদ্ধা হিসেবে ‘সি ক্যাটাগরিতে’ এক লাখ টাকার চেক গ্রহণ করেন তিনি।
৫ মিনিট আগেবাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) আসন্ন ৪৮তম বিশেষ বিসিএসে ৫০০ ডেন্টাল সার্জন নিয়োগের দাবি জানিয়েছেন ডেন্টাল চিকিৎসকেরা। আজ রোববার রাজধানীর শাহবাগ মোড়ে ‘বাংলাদেশ ডেন্টাল ঐক্য পরিষদের’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান বিডিএস ডিগ্রিধারী বিসিএস প্রার্থীরা।
৯ মিনিট আগেহবিগঞ্জে পৌনে তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি গত শুক্রবার থেকে আজ রোববার পর্যন্ত টানা তিন দিন জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
১৬ মিনিট আগে