Ajker Patrika

জোটের ভাগাভাগিতে আবারও জাপার কাছে বগুড়া-৩, আ.লীগের নেতা-কর্মীদের ক্ষোভ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ২০: ৩৫
জোটের ভাগাভাগিতে আবারও জাপার কাছে বগুড়া-৩, আ.লীগের নেতা-কর্মীদের ক্ষোভ

দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে সিরাজুল ইসলাম খান রাজুকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। কিন্তু এবারও আসনটি জাতীয় পার্টিকে (জাপা) ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। দলের সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন তিনি। এতে দলীয় সংসদ সদস্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা।

গতকাল রোববার বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসন থেকে জাপার নুরুল ইসলাম তালুকদারকে জোটের প্রার্থী করা হয়েছে।

এ ব্যাপারে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন বলেন, ‘এখানে আর আওয়ামী লীগ করা যাবে না। দলের হাই কমান্ড মনে করে বগুড়ার মানুষ আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগ শুধু গোপালগঞ্জে রয়েছে। কিন্তু বগুড়ায় যাঁরা আওয়ামী লীগ করে তাঁরাই প্রকৃত আওয়ামী লীগ।’

তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি সিরাজুল ইসলাম খান রাজু। তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা যা ভালো মনে করেছেন, সেটাই করেছেন।’

আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সদস্য রোকনুজ্জামান রুকু বলেন, ‘আমরা জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে বারবার কাজ করে তাঁকে জয়ী করব না। প্রয়োজনে আমরা দলীয় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে করে যাব।’

আদমদীঘি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু বলেন, ‘আসনটি আবারও শরিক দলকে ছেড়ে দেওয়ায় আমরা হতাশ। বিএনপির শাসনামলে এখানকার আওয়ামী লীগ যে নির্যাতন সহ্য করেছে সারা দেশের আওয়ামী লীগকে সেই অত্যাচার সহ্য করতে হয়নি। অথচ বারবার আমাদের অগ্রহণযোগ্য ব্যক্তির জন্য কাজ করে তাঁকে জয়ী করতে হয়।’

এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে সিরাজুল ইসলাম খান রাজু ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অজয় সরকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য নাহিদ সুলতানা তৃপ্তি, আব্দুল মতিন, তবিবর রহমান তবি, ফেরদৌস স্বাধীন ফিরোজসহ অনেকেই দলীয় মনোনয়ন ফরম তোলেন। তবে আওয়ামী লীগ থেকে সিরাজুল ইসলাম খান রাজুকে নৌকা মনোনয়ন দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ২০০১ সালে নির্বাচনে নৌকার দলীয় মনোনয়ন পেয়েও এই আসনে আওয়ামী লীগ নেতা আনসার আলীর মৃধার মনোনয়ন বাতিল করা হয়। প্রতীক বরাদ্দের একদিন আগে বিএনপি থেকে আওয়ামী লীগ যোগদান করা মেজর জেনারেল (অব.) গোলাম মওলাকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে মহাজোটের প্রার্থী ছিলেন নুরুল ইসলাম তালুকদার। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলামের পক্ষে কাজ করে তাঁকে জয়ী করে।

এই আসনে একাধিক স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করবেন। তাঁরা হলেন–আওয়ামী লীগের (স্বতন্ত্র প্রার্থী) সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন, অজয় সরকার, জাসদের আব্দুল মালেক, তৃনমুল বিএনপির আব্দুল মোত্তালেব, আফজাল হোসেন, ফেরদৌস স্বাধীন, আরফিন পারভিন, তাজ উদ্দীন মন্ডল, নজরুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত