Ajker Patrika

বাগাতিপাড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
Thumbnail image

নাটোরের বাগাতিপাড়ায় আবু সালেক আকাশ (২৫) নামের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চকগোয়াশ মসজিদ মোড় এলাকার নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

শিক্ষার্থী আকাশ বাগাতিপাড়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম বকুলের ছেলে। তিনি বাউয়েট বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগের অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে বাবা আব্দুস সালাম অফিসে এবং মা বাবার বাড়ি বেড়াতে যান। বাড়িতে একাই ছিলেন আকাশ। দুপুর দেড়টার দিকে বাবা বাড়িতে ফিরে এসে বাড়ির প্রধান দরজা খোলার জন্য ডাকাডাকি করেও কোনো সাড়া পায়নি। পরে আকাশের চাচাতো ভাই এগিয়ে এসে তার নিজ ঘরের জানালা খুলে দেখেন ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে আকাশ। পরে প্রতিবেশীদের সহায়তায় আকাশকে উদ্ধার করে দ্রুত বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে বাড়ি নিয়ে আসা হলে বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে ওসি সিরাজুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে প্রেমঘটিত বিষয় মেনে না নেওয়ায় পরিবারের ওপর অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারেন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত