Ajker Patrika

সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ট্রাক ও অটোভ্যানের চালক নিহত

বড়াইগ্রাম ও লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১১: ৪১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নাটোরের লালপুরে ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ট্রাক ও ভ্যানের চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ব্যাটারিচালিত অটোভ্যানের চালক বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের এসারউদ্দিনের ছেলে আলফু আলী (৫৫) ও ট্রাকচালক বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বলভদ্রপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মোস্তাকিম শেখ (২৩)। এ ঘটনায় ট্রাকচালকের সহকারী আহত হয়েছেন। তাঁকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় বনপাড়া থেকে রাজাপুরগামী ব্যাটারিচালিত অটোভ্যানটিকে খুলনা থেকে নাটোরগামী ট্রাকে চাপা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের চালক নিহত হন। বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ট্রাক চালক ও সহকারীকে উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চালক মারা যান।

বনপাড়া হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত