Ajker Patrika

আ.লীগ নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি করলেন যুবলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আ.লীগ নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি করলেন যুবলীগ নেতা

রাজশাহীর কাটাখালী পৌর আওয়ামী লীগের সহসভাপতি শরীয়ত আলী সৈকতের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন যুবলীগ নেতা জিয়াউল আলম লিটন। লিটন চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়ন যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষক কমিটির (পিটিআই) সভাপতি।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার কাটাখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন লিটন। জিডিতে তিনি বলেন, তিনি বেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিআই কমিটির সভাপতি। গত ৩ অক্টোবর আওয়ামী লীগ নেতা আবু সামা ও তাঁর ভাই শরীয়ত আলীর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এতে স্কুলের ইট লুটের বিষয়টিও উঠে আসে। যেহেতু তিনি স্কুলের পিটিআই কমিটির সভাপতি, তাই শরীয়তের ধারণা সাংবাদিককে তিনিই তথ্য দিয়েছেন। এ জন্য শরীয়ত তাঁকে ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছেন।

শরীয়তের ভাই আবু সামা পৌর আওয়ামী লীগের সভাপতি। গত ৩ অক্টোবর আজকের পত্রিকার প্রথম পাতায় ‘দুই ভাইয়ে তটস্থ কাটাখালীর সবাই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

লিটন আজকের পত্রিকাকে বলেন, ‘পত্রিকায় নিউজ আসার পর আমার বাড়িতে দুটি ইট নিক্ষেপ করা হয়েছে। এরপর ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছেন শরীয়ত। এরা তো পেছন থেকে যে কোনো সময় হামলা করতে পারে। সে জন্য থানায় জিডি করেছি। পুলিশ অবশ্য জিডি নিচ্ছিল না। আমাকে বলছিল, এদের বিরুদ্ধে জিডি করলে তদন্ত শুরু হওয়ার পর নাকি আমি বিপদে পড়ব। দুই দিন ঘুরে যখন বলেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাব, তখন জিডি নিয়েছে।’

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘কে জিডি নিচ্ছিল না সেটা আমার জানা নেই। এ রকম কোনো জিডি হয়েছে কিনা সেটিও জানি না। প্রতিদিনই তো কত জিডি হয়। সব কী মনে রাখা যায়?’ তখন জিডি নম্বর জানালে ওসি বলেন, ‘নম্বর যখন দিয়েছে, তখন জিডি রেকর্ড হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

লিটনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে শরীয়ত আলী বলেন, ‘লিটন আমার প্রতিবেশী। তাঁর সঙ্গে তো প্রায়ই ফোনে কথা হয়। কিন্তু আমি প্রাণনাশের কোনো হুমকি দিইনি। হুমকি দিয়ে থাকলে এবং এ ব্যাপারে জিডি হলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত