Ajker Patrika

আদমদীঘিতে ককটেল বিস্ফোরণ মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
Thumbnail image

বগুড়ার আদমদীঘিতে ককটেল বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় কোরবান আলী (৩৮) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নে তালশান গ্রামে থেকে গ্রেপ্তার করা হয়।

নেতাকে গ্রেপ্তারকৃত কোরবান আলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও তালশন গ্রামের আব্দুর রহমানের ছেলে।

আদমদীঘি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় আদমদীঘি উপজেলা যুবলীগের একটি বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের পাঁচ কর্মী আহত হয়েছেন। এ ঘটনার পরদিন সকালে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বাদী হয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৩৭ নেতা-কর্মীর নামে থানায় ককটেল বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। এরপর থেকে মামলার তদন্ত শুরু করা হয়। তদন্তের একপর্যায়ে গতকাল দিবাগত রাতে অভিযান চালিয়ে যুবদল নেতা কোরবান আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত যুবদল নেতাকে আজ দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত