Ajker Patrika

রাণীনগরে যুবককে ছুরিকাঘাতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১ 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
রাণীনগরে যুবককে ছুরিকাঘাতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১ 

নওগাঁর রাণীনগরে শহিদুল ইসলাম তুহিনকে (৩৮) ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে আহত তুহিনের স্ত্রী রাণী বিবি বাদী হয়ে এ মামলা করেন। এ ঘটনায় আটক নাফিজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

মামলায় নাফিজসহ ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

গ্রেপ্তার যুবকের নাম নাফিজ (২১)। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, আবাদপুকুর বাজারস্থ বেবিস্ট্যান্ড এলাকার মৃত খায়রুল ইসলামের ছেলে নাফিজ ওরফে সাদিক (২১) প্রতিনিয়ত বন্ধু বান্ধবদের নিয়ে আবাদপুকুর স্কুল গেটের সামনে মেয়েদেরকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। এসব বিষয় নিয়ে নিষেধ করায় আবাদপুকুর উত্তর পারার মৃত আফজাল হোসেনের ছেলে শহিদুল ইসলাম তুহিনের সঙ্গে বিরোধ চলে আসছিল। 

গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আবারও নাফিজ ও তাঁর বন্ধু বান্ধবদের নিয়ে স্কুল গেটের কাছে গেলে তুহিন নিষেধ করেন। এ ঘটনার জের ধরে নাফিজ ধারালো ছুরি দিয়ে তুহিনের বুকে, পেটেসহ বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তুহিন। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তুহিনকে রক্ষা করতে গেলে জিয়ারুল ইসলাম নান্নু ও সাফি নামের আরও দুজন আহত হয়। 

এরপর নাফিজকে ধারালো ছুরিসহ আটক করে স্থানীয়রা। এ সময় নাফিজের সহযোগীরা পালিয়ে যায়। পরে থানা-পুলিশে খবর দিলে পুলিশ এসে নাফিজকে আটক করে নিয়ে যায়। এ ছাড়া তুহিনকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করালে সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গতকাল বুধবার দুপুরে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত তুহিনের স্ত্রী রাণী বিবি বাদী হয়ে গতকাল বুধবার রাতে মামলা করেছেন।  

রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি মাসুদ জানান, আহত তুহিনের স্ত্রীর করা মামলায় আটক নাফিজকে গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত