নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর মোহনপুর উপজেলার খয়রা মোড়ে মিরাকল ওয়াটার কিংডম নামে একটি বিনোদন পার্কে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ তাণ্ডব চালায় একদল যুবক। তারা নিজেদের রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের অনুসারী বলে দাবি করে এ তাণ্ডব চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, রাজশাহী মহানগরীর সিরোইল এলাকার মাহফুজ রিফাতসহ কয়েকজন মিলে মোহনপুর উপজেলার খয়রা মোড় এলাকায় ১৫ বিঘা জমির ওপর ওই বিনোদন পার্ক গড়ে তোলেন। সাজসজ্জা শেষে কয়েক দিন আগে সামাজিকমাধ্যম ফেসবুকে পার্কটি উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে রাজশাহী সিটি মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের উপস্থিত থাকার কথা বলা হয়। তবে নির্ধারিত ১৩ মে মেয়র লিটন ব্যস্ত থাকায় সেখানে যেতে পারেননি। পরে যাবেন এবং পার্কটি উদ্বোধন করবেন বলে উদ্যোক্তাদের জানান তিনি। এ কারণে পার্কটির উদ্বোধন কয়েক দিন পিছিয়ে দেওয়া হয়।
পার্কের তত্ত্বাবধায়ক ও ইনচার্জ কামাল হোসেন বলেন, আজ রোববার বেলা সোয়া ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ১৫-১৬টি মোটরসাইকেলে ৩০-৩৫ জনের একটি সশস্ত্র দল পার্কে আসে। কয়েকজনের হাতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো ছুরি, চাকু এবং লাঠি ছিল। কোনো কিছু না বলেই জোর করে পার্কে ঢুকে কেয়ারটেকার ও ইনচার্জসহ পার্কের কর্মচারীদের মারধর শুরু করে যুবকের দল। তিনি আরও বলেন, ‘একপর্যায়ে তারা বলতে থাকে, আমাদের এমপিকে বাদ দিয়ে তোর বাপকে (লিটন) প্রধান অতিথি করেছিলি। সে তো আসে নাই। এখন তোদের কারা রক্ষা করবে!’ যুবকেরা বিভিন্ন আসবাবসহ গোটা পার্কে ভাঙচুর করে বলেও জানান তিনি। প্রায় ৩০ মিনিট তাণ্ডব চালিয়ে হামলাকারীরা আবার মোটরসাইকেলে চলে যায়।
পার্কের উদ্যোক্তা মাহফুজ রিফাত বলেন, ‘ঘটনার সময় মোহনপুর থানা-পুলিশকে ফোন করে সাহায্য চাওয়া হয়। সন্ত্রাসীরা চলে যাওয়ার কিছুক্ষণ পর মোহনপুর থানার ওসি সেলিম বাদশা ফোর্সসহ ঘটনাস্থলে যান। তবে ওই সময় কাউকে আটক করতে পারেননি তিনি। ভাঙচুরের পর পার্কের কর্মকর্তা কর্মচারীরা ভয়ে পার্কটি সাময়িকভাবে বন্ধ রেখে রাজশাহীতে ফিরে যান।’
জানতে চাইলে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘কে বা কারা এই ধরনের কর্মকাণ্ড করেছে, তাদের আমি চিনি না। কেউ আমার কাছে অভিযোগও করেননি।’
মোহনপুর থানার ওসি সেলিম বাদশা আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় রোববার সন্ধ্যা পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহীর মোহনপুর উপজেলার খয়রা মোড়ে মিরাকল ওয়াটার কিংডম নামে একটি বিনোদন পার্কে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ তাণ্ডব চালায় একদল যুবক। তারা নিজেদের রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের অনুসারী বলে দাবি করে এ তাণ্ডব চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, রাজশাহী মহানগরীর সিরোইল এলাকার মাহফুজ রিফাতসহ কয়েকজন মিলে মোহনপুর উপজেলার খয়রা মোড় এলাকায় ১৫ বিঘা জমির ওপর ওই বিনোদন পার্ক গড়ে তোলেন। সাজসজ্জা শেষে কয়েক দিন আগে সামাজিকমাধ্যম ফেসবুকে পার্কটি উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে রাজশাহী সিটি মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের উপস্থিত থাকার কথা বলা হয়। তবে নির্ধারিত ১৩ মে মেয়র লিটন ব্যস্ত থাকায় সেখানে যেতে পারেননি। পরে যাবেন এবং পার্কটি উদ্বোধন করবেন বলে উদ্যোক্তাদের জানান তিনি। এ কারণে পার্কটির উদ্বোধন কয়েক দিন পিছিয়ে দেওয়া হয়।
পার্কের তত্ত্বাবধায়ক ও ইনচার্জ কামাল হোসেন বলেন, আজ রোববার বেলা সোয়া ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ১৫-১৬টি মোটরসাইকেলে ৩০-৩৫ জনের একটি সশস্ত্র দল পার্কে আসে। কয়েকজনের হাতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো ছুরি, চাকু এবং লাঠি ছিল। কোনো কিছু না বলেই জোর করে পার্কে ঢুকে কেয়ারটেকার ও ইনচার্জসহ পার্কের কর্মচারীদের মারধর শুরু করে যুবকের দল। তিনি আরও বলেন, ‘একপর্যায়ে তারা বলতে থাকে, আমাদের এমপিকে বাদ দিয়ে তোর বাপকে (লিটন) প্রধান অতিথি করেছিলি। সে তো আসে নাই। এখন তোদের কারা রক্ষা করবে!’ যুবকেরা বিভিন্ন আসবাবসহ গোটা পার্কে ভাঙচুর করে বলেও জানান তিনি। প্রায় ৩০ মিনিট তাণ্ডব চালিয়ে হামলাকারীরা আবার মোটরসাইকেলে চলে যায়।
পার্কের উদ্যোক্তা মাহফুজ রিফাত বলেন, ‘ঘটনার সময় মোহনপুর থানা-পুলিশকে ফোন করে সাহায্য চাওয়া হয়। সন্ত্রাসীরা চলে যাওয়ার কিছুক্ষণ পর মোহনপুর থানার ওসি সেলিম বাদশা ফোর্সসহ ঘটনাস্থলে যান। তবে ওই সময় কাউকে আটক করতে পারেননি তিনি। ভাঙচুরের পর পার্কের কর্মকর্তা কর্মচারীরা ভয়ে পার্কটি সাময়িকভাবে বন্ধ রেখে রাজশাহীতে ফিরে যান।’
জানতে চাইলে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘কে বা কারা এই ধরনের কর্মকাণ্ড করেছে, তাদের আমি চিনি না। কেউ আমার কাছে অভিযোগও করেননি।’
মোহনপুর থানার ওসি সেলিম বাদশা আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় রোববার সন্ধ্যা পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ আগস্ট) সকালে ইউনিয়নের ইজারকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন এবং হক মিয়ার বাড়িতে এ হামলা হয়।
১ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার এলাকার টেলিকমের দোকানে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল (১ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে অংশ নেয় সাতজন। তাদের ধরতে ডিবিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম।
২ ঘণ্টা আগেটাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শহর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জানানো হয়।
২ ঘণ্টা আগেকুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে ছেলে ও মায়ের মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাবিল সরদারের স্ত্রী জোছনা খাতুন (৪৮) ও
২ ঘণ্টা আগে