Ajker Patrika

বিএনপির সাবেক এমপির স্বাক্ষর জাল, আ.লীগ নেতা কারাগারে

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০০: ৩৩
বিএনপির সাবেক এমপির স্বাক্ষর জাল, আ.লীগ নেতা কারাগারে

বগুড়ার নন্দীগ্রামে বিএনপির সাবেক এমপির স্বাক্ষর জালিয়াতি মামলায় আওয়ামী লীগ নেতা তারেক হোসেনকে (৩৮) কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আজ সোমবার বগুড়ার নন্দীগ্রাম থানা আমলি আদালতে মামলার শুনানি শেষে কাগজপত্র ও সিআইডির প্রতিবেদন পর্যালোচনা করে বিচারক মোছা সঞ্চিতা ইসলাম এ আদেশ দেন। 

বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক আজকের পত্রিকাকে, মামলাটি বিচারের জন্য জেলা দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে। ২০২২ সালে বিএনপির সাবেক এমপি মোশারফ হোসেনের পিএস ও বর্তমান উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে তারেক হোসেনকে আসামি করে আদালতে মামলাটি দায়ের করেন।’ 

তিনি আরও বলেন, ‘আজ (সোমবার) আসামি পক্ষের দুজন আইনজীবীর উপস্থিতিতে শুনানি হয়। বিচারক কাগজপত্র ও সিআইডির প্রতিবেদন পর্যালোচনা করে আসামি তারেক হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।’

মামলা সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন নিউইয়র্ক থাকাকালে তাঁর স্বাক্ষর ও সিল ফটোশপে স্ক্যান করে জালিয়াতি করেন আওয়ামী লীগ নেতা তারেক। সেই স্বাক্ষর ব্যবহার করে নন্দীগ্রাম উপজেলার ইসলামপুর ভূস্কুর সিদ্দিকীয়া সিনিয়র আলীম মাদ্রাসার সভাপতি নিয়োগের ভুয়া সুপারিশের প্রত্যয়ন তৈরি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত