শেরপুর (বগুড়া) প্রতিনিধি
এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল ইব্রাহিম খলিল (১৬)। ১২ মে পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার কথা। কিন্তু তার আগেই সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তার প্রাণ।
আজ বৃহস্পতিবার সকাল সড়ে ৯টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হাওয়াখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার বন্ধু নাঈম (১৬) গুরুতর আহত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন ।
নিহত ইব্রাহিম খলিল শেরপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি শরিফ উদ্দিন সাকিদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিম তার বন্ধু নাঈমকে নিয়ে মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী রাস্তা ঢাকা-বগুড়া মহাসড়কে ওঠে। মহাসড়কে বিভাজক থাকায় সে উল্টো পথে শেরুয়া বটতলার দিকে যাচ্ছিল।
এ সময় ঢাকাগামী ট্রাক তাদেরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। নাঈম আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস কর্মকর্তা মো. বখতিয়ার উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ দুর্ঘটনা নিয়ে শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই আবুল হাশেম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ শজিমেকের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল ইব্রাহিম খলিল (১৬)। ১২ মে পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার কথা। কিন্তু তার আগেই সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তার প্রাণ।
আজ বৃহস্পতিবার সকাল সড়ে ৯টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হাওয়াখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার বন্ধু নাঈম (১৬) গুরুতর আহত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন ।
নিহত ইব্রাহিম খলিল শেরপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি শরিফ উদ্দিন সাকিদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিম তার বন্ধু নাঈমকে নিয়ে মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী রাস্তা ঢাকা-বগুড়া মহাসড়কে ওঠে। মহাসড়কে বিভাজক থাকায় সে উল্টো পথে শেরুয়া বটতলার দিকে যাচ্ছিল।
এ সময় ঢাকাগামী ট্রাক তাদেরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। নাঈম আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস কর্মকর্তা মো. বখতিয়ার উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ দুর্ঘটনা নিয়ে শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই আবুল হাশেম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ শজিমেকের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
যশোরের অভয়নগরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় কয়লা ডাম্পিং অব্যাহত রয়েছে। এতে ফুঁসে উঠেছেন অভিভাবকসহ সচেতন এলাকাবাসী। এর প্রতিকার চেয়ে যশোরের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে গণ পিটিশন দাখিল করা হয়েছে।
১ ঘণ্টা আগেলাইসেন্স ও অনুমোদন না নিয়েই মেট্রোরেল লাইন-৬ (এমআরটি-৬)-এর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশ সম্প্রসারণ চলছে। অথচ আইনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) থেকে লাইসেন্স নিয়ে নির্মাণকাজ শুরুর বাধ্যবাধকতা রয়েছে।
২ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষে রিকশাচালক রমজান মুন্সি নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। শনিবার (২৬ জুলাই) গোপালগঞ্জ সদর থানায় নিহত রমজান মুন্সির ভাই জামাল মুন্সি বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হলেও কোনো সংখ্যা উল্লেখ করেননি জামাল মুন্সি।
৫ ঘণ্টা আগেরাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী প্রান্ত পাল (১৬) নামে এক কিশোর মারা গেছে। সে নিউমার্কেট এলাকায় বাবার সঙ্গে ঝালমুড়ি বিক্রি করত।
৫ ঘণ্টা আগে