Ajker Patrika

নাটোরে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

নাটোর প্রতিনিধি
Thumbnail image

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান শামীমকে (৩৫) কুপিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে শহরের কান্দিভিটুয়া কেন্দ্রীয় ঈদগাহের সামনে এই ঘটনা ঘটে।

শামীম বাঁ পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছেন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারী।

স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকায় কেন্দ্রীয় ঈদগাহের প্রথম গেটের পাশে দাঁড়িয়েছিলেন শামীম। এ সময় কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক মোটরসাইকেলযোগে সেখানে গিয়ে শামীমকে কুপিয়ে চলে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

শামীমের বড় ভাই টিপু সুলতান বলেন, ‘আমরা তাৎক্ষণিকভাবে জানতে পারিনি কারা শামীমকে মেরেছে। তবে সে দেখেছে। এখন সে কথা বলার মতো অবস্থায় নেই। তার থেকে শুনে আইনগত ব্যবস্থা নেব।’

এ বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু রায়হান আজকের পত্রিকাকে বলেন, দুর্বৃত্তদের শনাক্ত করতে কাজ চলছে। তবে এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত