Ajker Patrika

বগুড়ার শেরপুরে শেষ হলো তিন দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩: ৫১
বগুড়ার শেরপুরে শেষ হলো তিন দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার শেরপুরে শেষ হয়েছে তিন দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শুক্রবার রাত ৯টায় বিভিন্ন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এই আয়োজনের ইতি টানা হয়। 

এর আগে গত বুধবার বেলা ৩টায় শেরপুর সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান এই মেলার উদ্বোধন করেন। 

উপজেলা প্রশাসনের আয়োজনে মেলাচত্বরে তিন দিনব্যাপী ১৬টি স্টলে শিশুতোষ, ভাষা আন্দোলনের ইতিহাস, মুক্তিযুদ্ধের ওপর লেখা বই, বিভিন্ন লেখকের উপন্যাস, কবিতাসহ বিভিন্ন ধরনের বই বিক্রি করা হয়। এ ছাড়া এই দিনগুলোতে বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠান পরিচালনা করে। শুক্রবার বিকেল থেকে সুর সারগম সংগীত বিদ্যালয়ের শিল্পদের সংগীত পরিবেশনা ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহজামাল সিরাজি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান, বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য গৌতম কুমার দাস, মুন্সী সাইফুল বারি ডাবলু, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত