গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর প্রকৌশলীসহ চারজন কর্মচারী হামলার শিকার হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে উপজেলার খুবজীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের গ্রাহক মামুন সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
এক গ্রাহকের পরিবার পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলায় আহতরা হলেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (গুরুদাসপুর)-এর সহকারী প্রকৌশলী মশিউর রহমান (৪৮), ওই কার্যালয়ের কর্মচারী ইকবাল হোসেন (৪৫), ফরিদুল ইসলাম (২৮) ও আবদুল আজিজ (২৪)। তাঁদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে আজিজের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে পল্লী বিদ্যুৎ সমিতি–২ এর উপ মহাব্যবস্থাপক মো. আবদুর রশিদ বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেছেন। এতে গ্রাহক মামুন সরদার, তাঁর বাবা বাহার সরদার, চাচা তাহাদ সরদার, মামুনের বোন বন্যা বেগম ও মা আনজুয়ারা বেগমকে আসামি করা হয়েছে।
আহত মশিউর রহমান জানান, গ্রাহক মামুন সরদারের চার মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বিল পরিশোধের জন্য কয়েক দফা বলা হলেও বিল পরিশোধ করেননি তিনি। বিল বকেয়া থাকায় সম্প্রতি এক বিশেষ অভিযানে তাঁর সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এ সময় মামুনের পরিবারের লোকজন বাঁশ দিয়ে পিটিয়ে এবং ইটপাটকেল ছুড়ে তাঁদের মারাত্মকভাবে আহত করেন। পরে থানা থেকে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত ব্যক্তিরা।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মতিন বলেন, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর প্রকৌশলীসহ চারজন কর্মচারী হামলার শিকার হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে উপজেলার খুবজীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের গ্রাহক মামুন সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
এক গ্রাহকের পরিবার পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলায় আহতরা হলেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (গুরুদাসপুর)-এর সহকারী প্রকৌশলী মশিউর রহমান (৪৮), ওই কার্যালয়ের কর্মচারী ইকবাল হোসেন (৪৫), ফরিদুল ইসলাম (২৮) ও আবদুল আজিজ (২৪)। তাঁদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে আজিজের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে পল্লী বিদ্যুৎ সমিতি–২ এর উপ মহাব্যবস্থাপক মো. আবদুর রশিদ বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেছেন। এতে গ্রাহক মামুন সরদার, তাঁর বাবা বাহার সরদার, চাচা তাহাদ সরদার, মামুনের বোন বন্যা বেগম ও মা আনজুয়ারা বেগমকে আসামি করা হয়েছে।
আহত মশিউর রহমান জানান, গ্রাহক মামুন সরদারের চার মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বিল পরিশোধের জন্য কয়েক দফা বলা হলেও বিল পরিশোধ করেননি তিনি। বিল বকেয়া থাকায় সম্প্রতি এক বিশেষ অভিযানে তাঁর সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এ সময় মামুনের পরিবারের লোকজন বাঁশ দিয়ে পিটিয়ে এবং ইটপাটকেল ছুড়ে তাঁদের মারাত্মকভাবে আহত করেন। পরে থানা থেকে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত ব্যক্তিরা।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মতিন বলেন, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গাজীপুরের শ্রীপুরে এক কারখানার দুই শ্রমিককে অস্ত্রের মুখে তুলে নিয়ে মুক্তপণ দাবি করে অপহরণকারীরা। অপহরণকারীদের মুক্তিপণ দাবির ফোন পেয়েই এক মা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। অপহরণকারীরা দুজনকে তুলে নিয়ে বেদম মারধর করে বাড়িতে মুক্তিপণ দাবি করে ফোন দেয়। সন্তান অপহরণের শিকার এমন খবর পেয়ে এক নারী (মা) মারা গেল
১৩ মিনিট আগেবিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো ‘হিজাব র্যালি’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ক্যাম্পাসের ভিসি চত্বর থেকে র্যালিটি শুরু হয়। টিএসসি হয়ে রাসেল টাওয়ার ঘুরে আবারও রাজু ভাস্কর্যে গিয়ে এটি শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
৩২ মিনিট আগেঅবৈধপথে ইতালি যাওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে গিয়ে ফরিদপুরের দুই যুবককে হত্যার ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পরিবারের অভিযোগ, ইতালি যাওয়ার জন্য প্রত্যেক পরিবার দালাল চক্রকে ১৬ লাখ টাকা দেয়। কিন্তু সেই টাকা লিবিয়ার মাফিয়াদের দেওয়া হয়নি বলে তাঁরা ক্ষিপ্ত হয়ে হত্যা করে। হত্যার বিষয়টি ধামাচাপা দিতে বা
৪২ মিনিট আগেকাগজ দিয়ে পরিবেশবান্ধব কলম তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন বরগুনার আমতলী উপজেলার এক শিক্ষার্থী। তাঁর নাম মো. আমিরুল ইসলাম। তিনি উপজেলার সেকান্দারখালী গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে এবং আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। জানা গেছে, প্লাস্টিকের ব্যবহার কমাতে শিক্ষার্থী আমিরুল এই উদ্যোগ নিয়েছেন। ক
১ ঘণ্টা আগে