Ajker Patrika

নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ২ আসামি গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
কফিল উদ্দিন ও এনামুল হক। ছবি: সংগৃহীত
কফিল উদ্দিন ও এনামুল হক। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে নৃত্যশিল্পীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের মামলায় এজাহারভুক্ত আসামি কফিল উদ্দিন ও এনামুল হককে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা-পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বগুড়ার শাজাহানপুর থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্তসহ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে গত ১৫ মে বগুড়ার শেরপুর এলাকা থেকে ভুক্তভোগীকে তাড়াশে নিয়ে যায় অভিযুক্তরা। পরে রানীরহাট উচ্চবিদ্যালয়সংলগ্ন এলাকায় তাঁকে দলবদ্ধ ধর্ষণ করেন মো. কফিল উদ্দিন, রফিকুল ইসলাম, এনামুল হক এনাসহ আরও দুজন।

এ ঘটনায় ওই শিল্পী বাদী হয়ে গত ১৬ মে তাড়াশ উপজেলার চককলামুলা গ্রামের বাসিন্দা জহুরুল ইসলামের ছেলে কফিল উদ্দিন (২৫), বগুড়ার শেরপুর উপজেলার রানীরহাট বেওড়াপাড়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম (৪৪) ও একই গ্রামের হেদু প্রামাণিকের ছেলে এনামুল হকসহ (২৫) অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে তাড়াশ থানায় মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই নেত্রকোনায় গ্রেপ্তার

‘নৌকা আউট, শাপলা ইন’, সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির চাওয়া

পারটেক্স এমডি রুবেল আজিজের ১১৬ কোটি টাকার সম্পত্তি নিলামে তুলছে ব্যাংক এশিয়া

যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত