Ajker Patrika

স্যালাইন দেওয়ার পর মৃত্যু: স্বাস্থ্য বিভাগে প্রতিবেদন দিয়েছে ইসলামী ব্যাংক হাসপাতাল 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৭: ৫৬
Thumbnail image

রাজশাহীতে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের পর দুই নারীর অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে স্বাস্থ্য বিভাগে দুটি প্রতিবেদন দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজ শনিবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনোয়ারুল কবিরের কাছে প্রতিবেদন দুটি দেওয়া হয়। 

ডা. আনোয়ারুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিজারিয়ান অস্ত্রোপচারের আগে আইভি ফ্লুইড স্যালাইন দেওয়া হয়েছিল ওই নারীদের। পরে সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। এরপর তাদের কিডনির কার্যক্ষমতা কমে যায়। এভাবে দুই নারীর মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

এ ছাড়া আরও এক নারীর শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়েছিল। কয়েকদিন চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, রাজশাহীর দুর্গাপুরের প্রসূতি আসমা খাতুনকে (৩৮) ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল ১৯ মার্চ। সেদিনই স্যালাইন দেওয়া হয়েছিল। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা (আইসিইউ) কেন্দ্রে পাঠানো হয়। ওই রাতেই মারা যান তিনি। 

আর নওগাঁর নিয়ামতপুরের প্রসূতি শারমিন খাতুনকে (৩৫) ভর্তি করা হয়েছিল ১৬ মার্চ। স্যালাইন দেওয়ার পরে তাঁরও সিজারিয়ান অস্ত্রোপচার হয়েছিল। এরপর তাঁরও একই ধরনের সমস্যা হয়েছিল। পরবর্তীতে তাকেও রামেক হাসপাতালের আইসিইউতে পাঠানো হয়। ২৫ মার্চ তিনি মারা যান। আরবী খাতুন (১৯) নামে এক প্রসূতিরও একই ধরনের সমস্যা হয়েছিল। তবে তিনি চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনোয়ারুল কবির বলেন, ‘গতকাল (শুক্রবার) বিষয়টি জানার পরে আমি ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রতিবেদন চেয়েছিলাম। তারা আজ (শনিবার) দুটি প্রতিবেদন পাঠিয়েছে। সেখানে তারা ধারণা থেকে আইভি স্যালাইনের পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বলেছে। এ জন্য ওই স্যালাইন পরীক্ষার জন্য ঢাকায় ওষুধ প্রশাসন অধিদপ্তরে পাঠানো হয়েছে। এখনই কোম্পানির নামটা বলে ব্যবসায়িক ক্ষতি করতে চাচ্ছি না। পরীক্ষার রিপোর্টে যদি দেখি স্যালাইনেরই সমস্যা তাহলে কোম্পানির সঙ্গে কথা বলব। আর স্যালাইনের সমস্যা না হলে আমাদের আরও অনুসন্ধান করতে হবে।’ 

তিনি বলেন, ‘এ রকম ঘটনা দেশের অন্যস্থানে ঘটেছে। আমাদের এখানে এবারই শুনলাম। তবে যেহেতু স্যালাইন দেওয়া এবং সিজারের পরে একই ধরনের সমস্যায় রোগী মারা যাচ্ছে, তাই বিষয়টি আমাদের আগেই জানানো দরকার ছিল। তাহলে আগে থেকে কাজ শুরু করতে পারতাম।’ 

মৃত্যুর পর আসমার স্বামী আফজাল হোসেন অভিযোগ তুলেছেন, আগে তাঁর স্ত্রীর কিডনিজনিত কোনো সমস্যা ছিল না। এই স্যালাইন দেওয়া এবং সিজারিয়ান অস্ত্রোপচারের পরে তাৎক্ষণিক সমস্যা শুরু হয়। দুটি কিডনি একসঙ্গে নষ্ট হয়ে দ্রুত তাঁর স্ত্রী মারা গেছেন। ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরাও বিষয়টি প্রত্যক্ষ করেছেন। 

এ ঘটনায় হাসপাতালটি ছয় সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। কমিটির প্রধান ডা. আবু বকর সিদ্দিকী বলেন, ‘আমাদের তদন্ত এখনো শেষ হয়নি। আশা করি আগামী সোমবার আমরা কাজ শেষ করতে পারব। তারপর প্রতিবেদন দেওয়া হবে।’ 

বিষয়টি স্বাস্থ্য বিভাগকে অবহিত না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘প্রসূতিরা আমাদের এখানে ভর্তি হলেও পরে মারা গেছেন রামেক হাসপাতালের আইসিইউতে। তাই রামেক হাসপাতাল প্রতিবেদন দেবে ভেবে হয়তো এখান থেকে কিছু জানানো হয়নি। তবে আমরা বিষয়টা নিয়ে সিরিয়াস। সে জন্য তদন্ত কমিটি করা হয়েছে। স্যালাইনেরও পরীক্ষা করা হচ্ছে।’ 

রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘আসমা ও শারমিনের কিডনি কার্যক্ষমতা হারিয়েছিল। সিজারের পর প্রায়ই এ ধরনের রোগী আসে। এখনো এ রকম একজন রোগী কিডনি ওয়ার্ডে ভর্তি আছেন। বিষয়টা আমাদের কাছে নতুন না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত