Ajker Patrika

বগুড়ায় ছাত্রলীগের চার নেতাকর্মীকে ছুরিকাঘাত

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ২০: ০৯
Thumbnail image

বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের চার নেতাকর্মী ছুরিকাহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে কলেজ ক্যাম্পাসের পেছনে জহুরুলনগর এলাকায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে তাঁরা ছুরিকাঘাতের শিকার হন। 

আহতরা হলেন ছাত্রলীগের নেতা শুভ, তাঁর কর্মী আকাশ, হৃদয় ও আমির। বর্তমানে তাঁরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে জহুরুলনগর এলাকার স্থানীয় রাস্তায় কলেজ ছাত্রলীগের নেতা শুভর কয়েকজন অনুসারী বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েক যুবক দুই মোটরসাইকেলে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তাঁরা রাস্তা থেকে ছাত্রলীগের কর্মীদের সরে যেতে বলেন। কারণ ছাত্রলীগের কর্মীরা এমনভাবে বসে ছিলেন যে ওদিক দিয়ে মোটরসাইকেল পার হতো না। 

কিন্তু রাস্তা থেকে সরে যেতে বলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে ওই যুবকদের সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত হন তাঁরা। একপর্যায়ে স্থানীয় যুবকেরা ঘটনাস্থলে ৩০ থেকে ৩৫ জন যুবককে ডেকে নেন। ছাত্রলীগের কর্মীরাও তাঁদের নেতা শুভকে ডেকে নেন। শুভ ওই সময় ১৫ জনের মতো কর্মী নিয়ে ঘটনাস্থলে যান এবং দুই পক্ষই তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। ওই সময় শুভসহ তাঁর তিন অনুসারী ছুরিকাহত হন। তাঁদের শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতের শজিমেক হাসপাতালে নিয়ে যান ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা। 

জানতে চাইলে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সভাপতি বুলবুল হোসেন বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিতে হবে। তা না হলে কলেজ ছাত্রলীগ নিজেদের দাবি আদায় করে নিতে জানে।’ 

এ বিষয়ে বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির এসআই ফজলে ইলাহী বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িত কাউকে আটক করা যায়নি। আর ছুরিকাঘাতের ঘটনায় এখানে মামলা দায়ের হয়নি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত