বগুড়া প্রতিনিধি
বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের চার নেতাকর্মী ছুরিকাহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে কলেজ ক্যাম্পাসের পেছনে জহুরুলনগর এলাকায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে তাঁরা ছুরিকাঘাতের শিকার হন।
আহতরা হলেন ছাত্রলীগের নেতা শুভ, তাঁর কর্মী আকাশ, হৃদয় ও আমির। বর্তমানে তাঁরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে জহুরুলনগর এলাকার স্থানীয় রাস্তায় কলেজ ছাত্রলীগের নেতা শুভর কয়েকজন অনুসারী বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েক যুবক দুই মোটরসাইকেলে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তাঁরা রাস্তা থেকে ছাত্রলীগের কর্মীদের সরে যেতে বলেন। কারণ ছাত্রলীগের কর্মীরা এমনভাবে বসে ছিলেন যে ওদিক দিয়ে মোটরসাইকেল পার হতো না।
কিন্তু রাস্তা থেকে সরে যেতে বলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে ওই যুবকদের সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত হন তাঁরা। একপর্যায়ে স্থানীয় যুবকেরা ঘটনাস্থলে ৩০ থেকে ৩৫ জন যুবককে ডেকে নেন। ছাত্রলীগের কর্মীরাও তাঁদের নেতা শুভকে ডেকে নেন। শুভ ওই সময় ১৫ জনের মতো কর্মী নিয়ে ঘটনাস্থলে যান এবং দুই পক্ষই তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। ওই সময় শুভসহ তাঁর তিন অনুসারী ছুরিকাহত হন। তাঁদের শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতের শজিমেক হাসপাতালে নিয়ে যান ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা।
জানতে চাইলে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সভাপতি বুলবুল হোসেন বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিতে হবে। তা না হলে কলেজ ছাত্রলীগ নিজেদের দাবি আদায় করে নিতে জানে।’
এ বিষয়ে বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির এসআই ফজলে ইলাহী বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িত কাউকে আটক করা যায়নি। আর ছুরিকাঘাতের ঘটনায় এখানে মামলা দায়ের হয়নি।’
বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের চার নেতাকর্মী ছুরিকাহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে কলেজ ক্যাম্পাসের পেছনে জহুরুলনগর এলাকায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে তাঁরা ছুরিকাঘাতের শিকার হন।
আহতরা হলেন ছাত্রলীগের নেতা শুভ, তাঁর কর্মী আকাশ, হৃদয় ও আমির। বর্তমানে তাঁরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে জহুরুলনগর এলাকার স্থানীয় রাস্তায় কলেজ ছাত্রলীগের নেতা শুভর কয়েকজন অনুসারী বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েক যুবক দুই মোটরসাইকেলে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তাঁরা রাস্তা থেকে ছাত্রলীগের কর্মীদের সরে যেতে বলেন। কারণ ছাত্রলীগের কর্মীরা এমনভাবে বসে ছিলেন যে ওদিক দিয়ে মোটরসাইকেল পার হতো না।
কিন্তু রাস্তা থেকে সরে যেতে বলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে ওই যুবকদের সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত হন তাঁরা। একপর্যায়ে স্থানীয় যুবকেরা ঘটনাস্থলে ৩০ থেকে ৩৫ জন যুবককে ডেকে নেন। ছাত্রলীগের কর্মীরাও তাঁদের নেতা শুভকে ডেকে নেন। শুভ ওই সময় ১৫ জনের মতো কর্মী নিয়ে ঘটনাস্থলে যান এবং দুই পক্ষই তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। ওই সময় শুভসহ তাঁর তিন অনুসারী ছুরিকাহত হন। তাঁদের শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতের শজিমেক হাসপাতালে নিয়ে যান ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা।
জানতে চাইলে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সভাপতি বুলবুল হোসেন বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিতে হবে। তা না হলে কলেজ ছাত্রলীগ নিজেদের দাবি আদায় করে নিতে জানে।’
এ বিষয়ে বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির এসআই ফজলে ইলাহী বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িত কাউকে আটক করা যায়নি। আর ছুরিকাঘাতের ঘটনায় এখানে মামলা দায়ের হয়নি।’
মেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ নয় দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
১০ মিনিট আগেনাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেপৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখব
২৩ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, চরলক্ষ্যা নিমতলা এলাকার ইদ্রিস সওদাগরের ছেলে আলমগীর বাদশা (৪২) এবং শিকলবাহা ইউনিয়নের...
৩৬ মিনিট আগে