নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। আবার কিছু কিছু কেন্দ্রের ভেতরে বিকেল ৪টার পরও ভোটার থাকার কারণে ভোট গ্রহণ চলে। তবে অল্প সময়ের মধ্যেই এসব কেন্দ্রের ভোট গ্রহণ শেষ হবে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আজ বুধবার সকাল ৮টা থেকে শহরের ১৫৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, বিকেল পর্যন্ত ৪৫ থেকে ৬০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। বিভাগীয় স্টেডিয়াম ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, বেলা সাড়ে ৩টায় এখানে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রের মোট ভোটার ছিলেন ২ হাজার ১০৮ জন। এর মধ্যে ১ হাজার ৪০ জন ভোট দিয়েছেন।
রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বেলা ৩টা পর্যন্ত ৬২ শতাংশ ভোট পড়ে। এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তন্ময় কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, এখানে মোট ভোটার ১ হাজার ৪৩৬ জন। এর মধ্যে ৮৯১ জন ভোট দিয়েছেন বেলা ৩টা পর্যন্ত। সব কেন্দ্রের ফলাফল সমন্বিতভাবে প্রকাশ করা হবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, বেশির ভাগ কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়ে গেছে। কিছু কিছু কেন্দ্রে ভোট গ্রহণের সময় শেষেও ভেতরে ভোটার আছেন। এ কারণে সেখানে ভোট চলছে। তবে এ রকম কেন্দ্রগুলোরও ভোট গ্রহণ দ্রুত শেষ হয়ে যাবে।
এর আগে সকাল ৮টা থেকে শহরের ৩০টি ওয়ার্ডের ১৫৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। এই নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ১১২ জন সাধারণ কাউন্সিলর ও ৪৬ জন সংরক্ষিত নারী আসনের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। আবার কিছু কিছু কেন্দ্রের ভেতরে বিকেল ৪টার পরও ভোটার থাকার কারণে ভোট গ্রহণ চলে। তবে অল্প সময়ের মধ্যেই এসব কেন্দ্রের ভোট গ্রহণ শেষ হবে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আজ বুধবার সকাল ৮টা থেকে শহরের ১৫৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, বিকেল পর্যন্ত ৪৫ থেকে ৬০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। বিভাগীয় স্টেডিয়াম ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, বেলা সাড়ে ৩টায় এখানে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রের মোট ভোটার ছিলেন ২ হাজার ১০৮ জন। এর মধ্যে ১ হাজার ৪০ জন ভোট দিয়েছেন।
রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বেলা ৩টা পর্যন্ত ৬২ শতাংশ ভোট পড়ে। এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তন্ময় কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, এখানে মোট ভোটার ১ হাজার ৪৩৬ জন। এর মধ্যে ৮৯১ জন ভোট দিয়েছেন বেলা ৩টা পর্যন্ত। সব কেন্দ্রের ফলাফল সমন্বিতভাবে প্রকাশ করা হবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, বেশির ভাগ কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়ে গেছে। কিছু কিছু কেন্দ্রে ভোট গ্রহণের সময় শেষেও ভেতরে ভোটার আছেন। এ কারণে সেখানে ভোট চলছে। তবে এ রকম কেন্দ্রগুলোরও ভোট গ্রহণ দ্রুত শেষ হয়ে যাবে।
এর আগে সকাল ৮টা থেকে শহরের ৩০টি ওয়ার্ডের ১৫৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। এই নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ১১২ জন সাধারণ কাউন্সিলর ও ৪৬ জন সংরক্ষিত নারী আসনের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের করা মামলায় আট দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুরে এই ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেনেত্রকোনার বারহাট্টায় প্রেমে সাড়া না দেওয়ায় স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় করা মামলায় অভিযুক্ত মো. রিদয় খাঁনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোররাতে সুনামগঞ্জের ধর্মপাশা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
১৬ মিনিট আগেমৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা পাঁচজনকে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার (২৫ জুলাই) ভোরে উপজেলার লাতু বিওপির সীমান্তবর্তী এলাকার কুমারশাইল থেকে তাঁদের আটক করা হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদেরকে বাংলাদেশে পুশ ইন করেছে বলে জানায় বিজিবি।
১৯ মিনিট আগেপুলিশ ও এলাকাবাসী জানান, বিকেলে এক চালক খাগুটিয়া বাজারে একটি দোকানের সামনে অটোরিকশা রেখে ভেতরে পানি খেতে যান। এ সুযোগে চোরেরা অটোরিকশা চুরি করে পালানোর চেষ্টা করে। চালক ফিরে এসে অটোরিকশা না দেখে বিভিন্নজনকে ফোনে জানালে স্থানীয় লোকজন সতর্ক হয়।
৩৮ মিনিট আগে