Ajker Patrika

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু, র‍্যাগিং করলে কঠোর ব্যবস্থা

রাবি প্রতিনিধি
রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু, র‍্যাগিং করলে কঠোর ব্যবস্থা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২২টি আসন ফাঁকা রেখেই ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ক্লাস শুরু হয়েছে। 

আজ সোমবার সকালে শিক্ষার্থীদের হাতে ফুল ও কলমসহ নানা উপহারসামগ্রী তুলে দিয়ে প্রতিটি বিভাগ পৃথকভাবে শিক্ষার্থীদের বরণ করে নেয়। 

এদিকে নবীন শিক্ষার্থীরা কোনো ধরনের র‍্যাগিংয়ের শিকার হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অধিভুক্ত ‘এ’ ইউনিটে ১৪টি, বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ অধিভুক্ত ‘বি’ ইউনিটে ৭টি এবং বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারিজ, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ১টি আসন ফাঁকা রয়েছে। 

র‍্যাগিংয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক আজকের পত্রিকা বলেন, ‘নবীনরা যেন কোনো ধরনের র‍্যাগিংয়ের শিকার না হয় সে জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। তারপরেও যদি এ ধরনের ঘটনা ঘটে তাহলে অভিযোগ প্রমাণ সাপেক্ষে আমরা জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত