নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষিসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
গত বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যার আগে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের বড়াইল মোড়ে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার নিয়ামতপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী মাছচাষি আনোয়ার হোসেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পাঁড়ইল ইউনিয়নের দীঘিপাড়া গ্রামে ৪৪ দশমিক ৭৭ একর জলাশয়ে সরকারি নিয়ম অনুযায়ী দিঘিটি লিজ নেন ভাতকুণ্ডু সমবায় সমিতির সভাপতি জমশেদ আলী। লিজ নেওয়ার পর সেটির দেখভাল ও মাছ ছাড়ার জন্য উপজেলার সদর ইউনিয়নের তিলিহারী গ্রামের আনোয়ার হোসেনকে হস্তান্তর করেন। আনোয়ার হোসেন সেই দিঘিতে নানান প্রজাতির মাছ চাষ করেন।
গত বুধবার (২০ নভেম্বর) বিকেলে নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের দীঘিপাড়া গ্রামের দিঘি থেকে মাছ ধরতে গেলে বাধার সম্মুখীন হন মাছচাষি আনোয়ার হোসেনের লোকজন। বড়াইল মোড়ে পৌঁছানোর পর আসামিরা তাঁদের ওপর হামলা চালিয়ে মাছ ধরার পিকআপ ভ্যান ভাঙচুর করেন এবং চারজনকে গুরুতর আহত করে। এ ছাড়া দিঘি থেকে প্রায় ৩০ মণ মাছ তুলে নেওয়া হয়, যার বাজারমূল্য আনুমানিক চার লাখ টাকা।
আনোয়ার হোসেন বলেন, ‘দিঘিটি ভাতকুণ্ডু সমবায় সমিতির সভাপতি জমশেদ আলীর মাধ্যমে লিজ নেওয়ার পর মাছ চাষ শুরু করি। কিন্তু কিছু লোক আমার মাছ ধরার কাজে বারবার বাধা দিচ্ছিল। মাছ চুরি এবং হামলায় আমার চার লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি সুষ্ঠু বিচারের দাবি জানাই।’
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষিসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
গত বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যার আগে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের বড়াইল মোড়ে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার নিয়ামতপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী মাছচাষি আনোয়ার হোসেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পাঁড়ইল ইউনিয়নের দীঘিপাড়া গ্রামে ৪৪ দশমিক ৭৭ একর জলাশয়ে সরকারি নিয়ম অনুযায়ী দিঘিটি লিজ নেন ভাতকুণ্ডু সমবায় সমিতির সভাপতি জমশেদ আলী। লিজ নেওয়ার পর সেটির দেখভাল ও মাছ ছাড়ার জন্য উপজেলার সদর ইউনিয়নের তিলিহারী গ্রামের আনোয়ার হোসেনকে হস্তান্তর করেন। আনোয়ার হোসেন সেই দিঘিতে নানান প্রজাতির মাছ চাষ করেন।
গত বুধবার (২০ নভেম্বর) বিকেলে নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের দীঘিপাড়া গ্রামের দিঘি থেকে মাছ ধরতে গেলে বাধার সম্মুখীন হন মাছচাষি আনোয়ার হোসেনের লোকজন। বড়াইল মোড়ে পৌঁছানোর পর আসামিরা তাঁদের ওপর হামলা চালিয়ে মাছ ধরার পিকআপ ভ্যান ভাঙচুর করেন এবং চারজনকে গুরুতর আহত করে। এ ছাড়া দিঘি থেকে প্রায় ৩০ মণ মাছ তুলে নেওয়া হয়, যার বাজারমূল্য আনুমানিক চার লাখ টাকা।
আনোয়ার হোসেন বলেন, ‘দিঘিটি ভাতকুণ্ডু সমবায় সমিতির সভাপতি জমশেদ আলীর মাধ্যমে লিজ নেওয়ার পর মাছ চাষ শুরু করি। কিন্তু কিছু লোক আমার মাছ ধরার কাজে বারবার বাধা দিচ্ছিল। মাছ চুরি এবং হামলায় আমার চার লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি সুষ্ঠু বিচারের দাবি জানাই।’
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের সংস্কারে ধীরগতি নিয়ে সংস্কার কমিশনসহ রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে রাজশাহীর অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান বলেছেন, কোনো সরকারই পুলিশ আইন সংশোধন করবে না। কারণ, আইন সংশোধন করা হলে পুলিশ আর লাঠিয়াল থাকবে না।
২ ঘণ্টা আগে‘ভিসিকে কেন নামাইলি এবং নামায়ে কেন আনন্দ মিছিল করলি’ বলেই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলা করে বহিরাগত ১০-১২ জনের একটা গ্রুপ। এই অভিযোগ আহত শিক্ষার্থীদের।
২ ঘণ্টা আগেবরগুনা থানা-পুলিশের অভিযানে যুবলীগ নেতা ও ২ নম্বর গৌরীচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানভীর আহমেদ সিদ্দিকী গ্রেপ্তার হয়েছেন। তিনি বরগুনা জেলা যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক।
৩ ঘণ্টা আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে চোরাই পণ্য আনতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে এক বাংলাদেশির। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে সীমান্তের শূন্যরেখায় এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে