Ajker Patrika

সন্দেহজনক চলাচল, নারীর কাছে মিলল সোনার ২০০ আংটি

পাবনা প্রতিনিধি
সন্দেহজনক চলাচল, নারীর কাছে মিলল সোনার ২০০ আংটি

২০০টি সোনার আংটিসহ চোরাকারবারি সন্দেহে পাবনার বেড়ায় এক নারীকে আটক করেছে কাজিরহাট নৌ পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আমিনপুর থানাধীন কাজিরহাট লঞ্চঘাট থেকে তাঁকে আটক করা হয়। আটক নারীর নাম করুনা খাতুন (২৫)। তিনি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের ইসাহাক আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, কাজিরহাট লঞ্চঘাট থেকে আরিচা যাওয়ার সময় ওই নারীর চলাচল ঘাট কর্তৃপক্ষের সন্দেহভাজন মনে হয়। তিনি নিয়মিত কাজিরহাট লঞ্চঘাট দিয়ে পারাপার হতেন। আচরণে বিশেষ অসংগতি লক্ষ করা গেলে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য বসিয়ে রাখেন স্থানীয় বাসিন্দারা।

পরে কাজিরহাট নৌ পুলিশ এসে লঞ্চঘাট পল্টনে জনসম্মুখে তাঁর ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশি করে ২০০টি সোনার আংটি উদ্ধার করে। উদ্ধার সোনা বিশেষভাবে তুলায় মোড়ানো অবস্থায় ছিল, যাতে সহজে চোখে না পড়ে। পুলিশের ধারণা, এটি একটি বড় চোরাচালান চক্রের অংশ হতে পারে। কারণ, আটক নারী সোনার কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

জানতে চাইলে কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার বলেন, ‘সন্দেহ করা নারীকে আটকের পর ঘটনাস্থলের ঘাটের হোটেলের এক মহিলাকে দিয়ে তাকে তল্লাশি করানো হয়। এ সময় তার কাছে থাকা একটি লাল ব্যাগ থেকে বিশেষভাবে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২০০টি সোনার আংটি পাওয়া যায়। আমরা ঘটনাস্থলেই একজন স্বর্ণকারকে ডেকে এনে জনসম্মুখে সোনা পরীক্ষা ও ওজন দিই। এতে আংটিগুলোর ওজন ৪৮ ভরি ১৪ আনা। যার বর্তমান আনুমানিক বাজারমূল্য ৫৬ লাখ ৮০ হাজার টাকা। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোনো কাগজপত্র দেখাতে পারেনি।’

অভিযুক্ত নারী ও জব্দ করা সোনার আংটি। ছবি: সংগৃহীত
অভিযুক্ত নারী ও জব্দ করা সোনার আংটি। ছবি: সংগৃহীত

অরবিন্দ সরকার জানান, অভিযুক্ত নারীকে আমিনপুর থানায় সোপর্দ করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হবে। ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে?

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত