বগুড়া প্রতিনিধি
গাবতলী ও শাজাহানপুর উপজেলার ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত বগুড়া-৭ আসন। এই আসনের গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে জন্মেছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বীর উত্তম জিয়াউর রহমান। সংগত কারণেই আসনটি বিএনপি অধ্যুষিত। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বরাবরই এই আসনে প্রার্থী হয়ে থাকেন। তবে এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না দলটি। সেই সুযোগে দ্বাদশ সংসদ নির্বাচনে আসনটিতে জেলার সর্বোচ্চ সংখ্যক ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পশু চিকিৎসক থেকে শুরু করে সাংবাদিকও প্রার্থী হয়েছেন।
এই আসনে এত বেশি প্রার্থী প্রসঙ্গে বর্তমান সংসদ সদস্য রেজাউল করিম বাবলু বলেন, ‘জিয়াউর রহমানের জন্মস্থানের আসনে বিএনপি নির্বাচনে না থাকায়, ফাঁকা মাঠে গোল দেওয়ার আশায়, পশু চিকিৎসক থেকে শুরু করে সাংবাদিকও প্রার্থী হয়েছেন।’
আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তফা আলমের দাবি, এত বেশি প্রার্থী হওয়া গণতন্ত্রের বহিঃপ্রকাশ। সরকারের প্রতি আস্থা আছে বলেই ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশ নিলেও দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। আর আওয়ামী লীগ মহাজোটের শরিক দল জাতীয় পার্টিকে মনোনয়ন দেয়। বিএনপির কোনো প্রার্থী না থাকায় দল থেকে ভোট গ্রহণের আগের দিন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলুকে সমর্থন দেওয়া হয়। তিনি এক লাখ ৯৮ হাজার ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর তিনি বিএনপিতে যোগ দেওয়ার কথা থাকলেও আর যোগ দেননি।
আসন্ন সংসদ নির্বাচনেও বর্তমান সংসদ সদস্য রেজাউল করিম বাবলু স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। অপরদিকে আওয়ামী লীগ এবার তাঁদের দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছেন। জাতীয় পার্টিও আলাদা প্রার্থী দিয়েছে। এ ছাড়া রয়েছে ছোট ছোট বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ, বিএনপির সাবেক নেতা, দুজন সাংবাদিক, একজন গ্রাম্য পশু চিকিৎসক।
গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মিন্টু বলেন, ‘আমি বিএনপির নেতা এবং চেয়ারম্যান ছিলাম। আমার সঙ্গে বিএনপির লোকজন আছে। এ ছাড়া এই আসন বিএনপি অধ্যুষিত। এসব কারণে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি। বিএনপি ভোটে না আসার কারণে আমি সুযোগ নিলাম।’
গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ‘আমি রাজনৈতিক গ্রুপিংয়ের শিকার হয়ে আওয়ামী লীগের কোনো পদে নাই। আমিও মহিষবান ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। আওয়ামী লীগ ও বিএনপির লোকজন আমার সঙ্গে আছে। এ কারণেই স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হয়েছি। সরাসরি বিএনপির দলীয় প্রার্থী নাই। এ কারণে নির্বাচিত হওয়ার আশায় প্রার্থীর সংখ্যাও বেশি।’
বগুড়া-৭ আসনের বর্তমান সংসদ সদস্য রেজাউল করিম বাবলু আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপিতে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁদের সমর্থন নিয়ে নির্বাচিত হয়েছি এ কথা ঠিক। কিন্তু নির্বাচনের পর বিএনপির পক্ষ থেকে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। এ কারণে বিএনপিতে যোগ দেওয়া হয়নি। ২০২২ সালের ডিসেম্বরে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলেও তাঁরা আমাকে কিছুই বলেননি। আমাকে পদত্যাগ করতে বললে আমিও পদত্যাগ করতাম।
রেজাউল করিম আরও বলেন, ‘এবার কোনো দলের সমর্থন প্রয়োজন হবে না। কারণ গত পাঁচ বছরে এক হাজার ৭০০ কোটি টাকার বরাদ্দ এনেছি নির্বাচনী এলাকায়। এ ছাড়া বিএনপি, আওয়ামী লীগ ছাড়াও বেশ কিছু রাজনৈতিক দলের নেতা-কর্মীর সমর্থন রয়েছে। বিএনপি ভোটে না থাকার সুযোগে ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্যই এত প্রার্থীর আনাগোনা এই আসনে।’
উল্লেখ্য, বগুড়ার ১২টি উপজেলা নিয়ে সাতটি সংসদীয় আসন। এই আসনগুলোতে মোট ৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ২৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বগুড়া-৭ আসনে।
গাবতলী ও শাজাহানপুর উপজেলার ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত বগুড়া-৭ আসন। এই আসনের গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে জন্মেছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বীর উত্তম জিয়াউর রহমান। সংগত কারণেই আসনটি বিএনপি অধ্যুষিত। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বরাবরই এই আসনে প্রার্থী হয়ে থাকেন। তবে এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না দলটি। সেই সুযোগে দ্বাদশ সংসদ নির্বাচনে আসনটিতে জেলার সর্বোচ্চ সংখ্যক ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পশু চিকিৎসক থেকে শুরু করে সাংবাদিকও প্রার্থী হয়েছেন।
এই আসনে এত বেশি প্রার্থী প্রসঙ্গে বর্তমান সংসদ সদস্য রেজাউল করিম বাবলু বলেন, ‘জিয়াউর রহমানের জন্মস্থানের আসনে বিএনপি নির্বাচনে না থাকায়, ফাঁকা মাঠে গোল দেওয়ার আশায়, পশু চিকিৎসক থেকে শুরু করে সাংবাদিকও প্রার্থী হয়েছেন।’
আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তফা আলমের দাবি, এত বেশি প্রার্থী হওয়া গণতন্ত্রের বহিঃপ্রকাশ। সরকারের প্রতি আস্থা আছে বলেই ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশ নিলেও দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। আর আওয়ামী লীগ মহাজোটের শরিক দল জাতীয় পার্টিকে মনোনয়ন দেয়। বিএনপির কোনো প্রার্থী না থাকায় দল থেকে ভোট গ্রহণের আগের দিন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলুকে সমর্থন দেওয়া হয়। তিনি এক লাখ ৯৮ হাজার ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর তিনি বিএনপিতে যোগ দেওয়ার কথা থাকলেও আর যোগ দেননি।
আসন্ন সংসদ নির্বাচনেও বর্তমান সংসদ সদস্য রেজাউল করিম বাবলু স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। অপরদিকে আওয়ামী লীগ এবার তাঁদের দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছেন। জাতীয় পার্টিও আলাদা প্রার্থী দিয়েছে। এ ছাড়া রয়েছে ছোট ছোট বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ, বিএনপির সাবেক নেতা, দুজন সাংবাদিক, একজন গ্রাম্য পশু চিকিৎসক।
গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মিন্টু বলেন, ‘আমি বিএনপির নেতা এবং চেয়ারম্যান ছিলাম। আমার সঙ্গে বিএনপির লোকজন আছে। এ ছাড়া এই আসন বিএনপি অধ্যুষিত। এসব কারণে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি। বিএনপি ভোটে না আসার কারণে আমি সুযোগ নিলাম।’
গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ‘আমি রাজনৈতিক গ্রুপিংয়ের শিকার হয়ে আওয়ামী লীগের কোনো পদে নাই। আমিও মহিষবান ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। আওয়ামী লীগ ও বিএনপির লোকজন আমার সঙ্গে আছে। এ কারণেই স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হয়েছি। সরাসরি বিএনপির দলীয় প্রার্থী নাই। এ কারণে নির্বাচিত হওয়ার আশায় প্রার্থীর সংখ্যাও বেশি।’
বগুড়া-৭ আসনের বর্তমান সংসদ সদস্য রেজাউল করিম বাবলু আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপিতে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁদের সমর্থন নিয়ে নির্বাচিত হয়েছি এ কথা ঠিক। কিন্তু নির্বাচনের পর বিএনপির পক্ষ থেকে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। এ কারণে বিএনপিতে যোগ দেওয়া হয়নি। ২০২২ সালের ডিসেম্বরে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলেও তাঁরা আমাকে কিছুই বলেননি। আমাকে পদত্যাগ করতে বললে আমিও পদত্যাগ করতাম।
রেজাউল করিম আরও বলেন, ‘এবার কোনো দলের সমর্থন প্রয়োজন হবে না। কারণ গত পাঁচ বছরে এক হাজার ৭০০ কোটি টাকার বরাদ্দ এনেছি নির্বাচনী এলাকায়। এ ছাড়া বিএনপি, আওয়ামী লীগ ছাড়াও বেশ কিছু রাজনৈতিক দলের নেতা-কর্মীর সমর্থন রয়েছে। বিএনপি ভোটে না থাকার সুযোগে ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্যই এত প্রার্থীর আনাগোনা এই আসনে।’
উল্লেখ্য, বগুড়ার ১২টি উপজেলা নিয়ে সাতটি সংসদীয় আসন। এই আসনগুলোতে মোট ৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ২৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বগুড়া-৭ আসনে।
ট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
১ সেকেন্ড আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে তারা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং পারিবার
৫ মিনিট আগেনরসিংদীর শিবপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো মুন্সেফেরচর কাঁঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।
২১ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্যাহ ইউনিয়ন ও কাটাবুনিয়া ৩ নম্বর ওয়ার্ডের মারদোনা খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার সুবর্ণচর উপজেলা চত্বরে এই মানববন্ধন হয়। চর আমান উল্যাহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণির জনগণ এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, খাল দখলমুক্ত না হলে এলাকা
২৮ মিনিট আগে