বগুড়া প্রতিনিধি
বগুড়া এসেনসিয়াল ড্রাগস কোম্পানিতে (ইডিসিএল) জীবন রক্ষাকারী ১২টি অ্যান্টিবায়োটিক উৎপাদন শুরু হয়েছে। ওষুধগুলো এত দিন বিভিন্ন কোম্পানি থেকে কিনে সরকারি হাসপাতালে সরবরাহ করা হতো। ফলে বছরে দেড় শ কোটি টাকা স্বাস্থ্য খাতে ভর্তুকি কমে যাবে সরকারের।
গত ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে ১২টি অ্যান্টিবায়োটিক ইনজেকশন উৎপাদন কাজের উদ্বোধন করেন।
এর আগে ২০০৫ সালে জোট সরকার আমলে ১২টি অ্যান্টিবায়োটিক ইনজেকশন উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই সময় আমদানি করা হয়েছিল মূল্যবান যন্ত্রপাতি। দীর্ঘ দেড় যুগ যন্ত্রপাতি পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছিল। এমন অবস্থায় প্রকল্পটিই বন্ধের উপক্রম হয়েছিল। সেই প্রকল্প বন্ধ না করে দেড় যুগ পর আবার চালু করা হয়।
এখানে সেফালোস্পোরিন গ্রুপের সেফট্রাইক্সেন, সেফুরোক্সাইম, সেফটাজিডিম ও সেফরাডিনের মতো ১২টি জীবন রক্ষাকারী স্টেরাইল অ্যান্টিবায়োটিক ও ইনজেকশন উৎপাদন শুরু হয় উদ্বোধনের পরদিন থেকেই।
এসেনসিয়াল ড্রাগস কোম্পানির (ইডিসিএল) বগুড়া ইউনিটে দেশের প্রথম অ্যান্টিবায়োটিক ইনজেকশন উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন ইডিসিএল কর্মকর্তারা। বাণিজ্যিক উৎপাদনের কারণে এই প্রকল্প থেকে সরকারের বছরে দেড় শ কোটি টাকা ভর্তুকি বেঁচে যাবে।
এত দিন দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে সরবরাহের জন্য সরকারি কোষাগারের অর্থ ব্যয় করে বিভিন্ন বেসরকারি কোম্পানির কাছ থেকে এই অ্যান্টিবায়োটিক ইনজেকশন কেনা হচ্ছিল।
এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও বগুড়ার প্ল্যান্ট প্রধান মো. মনিরুল ইসলাম বলেন, বগুড়া ইউনিটের বর্ধিতাংশে ২০০৫ সালের এপ্রিল মাসে নতুন এই প্রকল্পের উদ্বোধন করা হয়েছিল। হঠাৎ এই কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে সে সময় আমদানি করা যন্ত্রপাতি অব্যবহৃত থাকায় প্রায় অকেজো হয়ে পড়ে। এ কারণে প্রকল্পটি বন্ধ ঘোষণা হতে যাচ্ছিল।
তিনি আরও বলেন, ইডিসিএলর ব্যবস্থাপনা পরিচালক ডা. এহ্সানুল কবির জগলুল প্রকল্পটি বন্ধ না করে নতুন করে চালু করার উদ্যোগ নেন। পরে প্রকল্পটিতে নতুন যন্ত্রাংশ কেনার পাশাপাশি ওষুধ উৎপাদনের লক্ষ্যে দুই ধাপে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। প্রথম ধাপে ননস্টেরাইল অ্যান্টিবায়োটিক (ক্যাপসুল ও ড্রাইসিরাপ) এবং দ্বিতীয় ধাপে স্টেরাইল অ্যান্টিবায়োটিক (ইনজেক্ট্যাবলস) উৎপাদনের কার্যক্রম শুরু হয়।
ডিজিএম মনিরুল ইসলাম জানান, ২০০৫ সালে প্রকল্পের শুরুতে যে উৎপাদন বিভাগ, কোয়ালিটি কন্ট্রোল বিভাগ, স্টোর বিভাগ ও ইউটিলিটিজ বিভাগ ছিল তা অসম্পূর্ণ ছিল। এসব বিভাগ সংস্কার করা হয়। পাশাপাশি ওই সময় আমদানি করা যন্ত্রপাতি ফেলে রাখার কারণে প্রায় অকেজো হয়ে পড়ায় সেসব ব্যবহারোপযোগী করা এবং নতুন কিছু সর্বাধুনিক যন্ত্রপাতি আমদানি করা হয়। বগুড়া ইউনিটে বর্তমানে সেফট্রাইক্সেন, সেফুরোক্সাইম, সেফটাজিডিম ও সেফরাডিনের মতো ১২টি জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ইনজেকশন উৎপাদন করা হচ্ছে।
মনিরুল ইসলাম আরও বলেন, বগুড়া ইউনিটে ক্যাপসুল ও ড্রাইসিরাপ ও ইনজেকশন বাণিজ্যিক উৎপাদনের ফলে এই খাত থেকে প্রতি বছর দেড় শ কোটি টাকা সরকারি কোষাগার থেকে ভর্তুকি কমে যাবে। এ ছাড়াও বগুড়ায় এই ইউনিট চালু করার ফলে নতুন করে ১৫০ জন লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।
বগুড়া এসেনসিয়াল ড্রাগস কোম্পানিতে (ইডিসিএল) জীবন রক্ষাকারী ১২টি অ্যান্টিবায়োটিক উৎপাদন শুরু হয়েছে। ওষুধগুলো এত দিন বিভিন্ন কোম্পানি থেকে কিনে সরকারি হাসপাতালে সরবরাহ করা হতো। ফলে বছরে দেড় শ কোটি টাকা স্বাস্থ্য খাতে ভর্তুকি কমে যাবে সরকারের।
গত ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে ১২টি অ্যান্টিবায়োটিক ইনজেকশন উৎপাদন কাজের উদ্বোধন করেন।
এর আগে ২০০৫ সালে জোট সরকার আমলে ১২টি অ্যান্টিবায়োটিক ইনজেকশন উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই সময় আমদানি করা হয়েছিল মূল্যবান যন্ত্রপাতি। দীর্ঘ দেড় যুগ যন্ত্রপাতি পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছিল। এমন অবস্থায় প্রকল্পটিই বন্ধের উপক্রম হয়েছিল। সেই প্রকল্প বন্ধ না করে দেড় যুগ পর আবার চালু করা হয়।
এখানে সেফালোস্পোরিন গ্রুপের সেফট্রাইক্সেন, সেফুরোক্সাইম, সেফটাজিডিম ও সেফরাডিনের মতো ১২টি জীবন রক্ষাকারী স্টেরাইল অ্যান্টিবায়োটিক ও ইনজেকশন উৎপাদন শুরু হয় উদ্বোধনের পরদিন থেকেই।
এসেনসিয়াল ড্রাগস কোম্পানির (ইডিসিএল) বগুড়া ইউনিটে দেশের প্রথম অ্যান্টিবায়োটিক ইনজেকশন উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন ইডিসিএল কর্মকর্তারা। বাণিজ্যিক উৎপাদনের কারণে এই প্রকল্প থেকে সরকারের বছরে দেড় শ কোটি টাকা ভর্তুকি বেঁচে যাবে।
এত দিন দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে সরবরাহের জন্য সরকারি কোষাগারের অর্থ ব্যয় করে বিভিন্ন বেসরকারি কোম্পানির কাছ থেকে এই অ্যান্টিবায়োটিক ইনজেকশন কেনা হচ্ছিল।
এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও বগুড়ার প্ল্যান্ট প্রধান মো. মনিরুল ইসলাম বলেন, বগুড়া ইউনিটের বর্ধিতাংশে ২০০৫ সালের এপ্রিল মাসে নতুন এই প্রকল্পের উদ্বোধন করা হয়েছিল। হঠাৎ এই কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে সে সময় আমদানি করা যন্ত্রপাতি অব্যবহৃত থাকায় প্রায় অকেজো হয়ে পড়ে। এ কারণে প্রকল্পটি বন্ধ ঘোষণা হতে যাচ্ছিল।
তিনি আরও বলেন, ইডিসিএলর ব্যবস্থাপনা পরিচালক ডা. এহ্সানুল কবির জগলুল প্রকল্পটি বন্ধ না করে নতুন করে চালু করার উদ্যোগ নেন। পরে প্রকল্পটিতে নতুন যন্ত্রাংশ কেনার পাশাপাশি ওষুধ উৎপাদনের লক্ষ্যে দুই ধাপে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। প্রথম ধাপে ননস্টেরাইল অ্যান্টিবায়োটিক (ক্যাপসুল ও ড্রাইসিরাপ) এবং দ্বিতীয় ধাপে স্টেরাইল অ্যান্টিবায়োটিক (ইনজেক্ট্যাবলস) উৎপাদনের কার্যক্রম শুরু হয়।
ডিজিএম মনিরুল ইসলাম জানান, ২০০৫ সালে প্রকল্পের শুরুতে যে উৎপাদন বিভাগ, কোয়ালিটি কন্ট্রোল বিভাগ, স্টোর বিভাগ ও ইউটিলিটিজ বিভাগ ছিল তা অসম্পূর্ণ ছিল। এসব বিভাগ সংস্কার করা হয়। পাশাপাশি ওই সময় আমদানি করা যন্ত্রপাতি ফেলে রাখার কারণে প্রায় অকেজো হয়ে পড়ায় সেসব ব্যবহারোপযোগী করা এবং নতুন কিছু সর্বাধুনিক যন্ত্রপাতি আমদানি করা হয়। বগুড়া ইউনিটে বর্তমানে সেফট্রাইক্সেন, সেফুরোক্সাইম, সেফটাজিডিম ও সেফরাডিনের মতো ১২টি জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ইনজেকশন উৎপাদন করা হচ্ছে।
মনিরুল ইসলাম আরও বলেন, বগুড়া ইউনিটে ক্যাপসুল ও ড্রাইসিরাপ ও ইনজেকশন বাণিজ্যিক উৎপাদনের ফলে এই খাত থেকে প্রতি বছর দেড় শ কোটি টাকা সরকারি কোষাগার থেকে ভর্তুকি কমে যাবে। এ ছাড়াও বগুড়ায় এই ইউনিট চালু করার ফলে নতুন করে ১৫০ জন লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।
নানা সমস্যার কারণে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না সরকার। এসব সমস্যার মধ্যে রয়েছে বস্তায় ভরে ধান খাদ্যগুদামে নিয়ে যাওয়া, ধান শুকিয়ে আর্দ্রতা ১৪ শতাংশে নামিয়ে আনা, চিটার জন্য প্রতিমণে এক-দুই কেজি বেশি ধান নেওয়ার মতো নানা শর্ত এবং ব্যাংকে দৌড়াদৌড়ি করা। চলতি বছর আমন সংগ্রহের লক্ষ্যমাত্রার.
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ‘পর্দা না করা’ নিয়ে হেনস্তার ঘটনায় মোস্তফা আসিফ অর্ণব নামের এক ব্যক্তিকে আটক করে রাজধানীর শাহবাগ থানায় নেওয়া হয়। তবে অভিযুক্তকে ছাড়িয়ে আনতে বুধবার (৫ মার্চ) মধ্যরাতে স্বঘোষিত ‘তৌহিদী জনতা’ থানার সামনে ও ভেতরে অবস্থান নেয়। পরদিন বৃহস্পতিবার ঢাকার প্রধান মহানগর হাকিম...
১ ঘণ্টা আগেআসরের নামাজ শেষ হতেই বায়তুল মোকাররম মসজিদের পূর্ব ও দক্ষিণ দিকজুড়ে শুরু হয়ে গেল মুসল্লিদের তোড়জোড়। কেউ শরবত বানাচ্ছেন, কেউ বিছিয়ে দিচ্ছেন দস্তরখানা, কেউবা তাতে রাখছেন ইফতারির থালা। সারি সারি মুসল্লি বসে যাচ্ছেন একত্রে ইফতার করার জন্য। সাউন্ডবক্সে বাজছে সুরেলা তিলাওয়াত...
১ ঘণ্টা আগেলাইনের গ্যাস কিংবা সিলিন্ডার—কোনো কিছুই যেন নিরাপদ নয়। ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জে কিছুদিন পরপর গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হচ্ছে। ঘটছে প্রাণহানি। এসব দুর্ঘটনার নেপথ্যে কেউ দায়ী করেন গ্যাস পাইপের লিকেজ, আবার কেউ অসচেতনতাকে। ফায়ার সার্ভিসের বার্ষিক প্রতিবেদন যাচাই করে দেখা গেছে, ২০২৪ সালে গ্যাস লিকেজ..
১ ঘণ্টা আগে