Ajker Patrika

রামেকের করোনা ইউনিটে মৃত্যু নেই

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৩: ৫০
রামেকের করোনা ইউনিটে মৃত্যু নেই

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় একজনও মারা যায়নি। শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত মৃত্যুহীন ছিল এই ইউনিট। হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে হাসপাতালের করোনা ইউনিটে ৯৯ জনের মৃত্যু হয়েছে। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন সাতজন। ছাড়পত্র পেয়েছেন তিনজন। রোববার সকাল ৮টা পর্যন্ত মোট রোগী ছিলেন ৫২ জন। 

এর মধ্যে রাজশাহীর ২০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৩ জন, নাটোরের ৬ জন, নওগাঁর ৫ জন, পাবনার ৩ জন এবং কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, দিনাজপুর, সৈয়দপুর ও মেহেরপুরের একজন করে রোগী ছিলেন। 

জেলার সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, শনিবার রাজশাহীর ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৯ দশমিক ৫৭ শতাংশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত