শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে অবৈধভাবে করতোয়া নদী থেকে বালু তোলার চেষ্টা করা হয়। পরে জনতার তোপের মুখে বালু তুলতে না পেরে স্থান ত্যাগ করে বালু উত্তোলনকারীরা। আজ শুক্রবার বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বালু উত্তোলনের নৌকা, ড্রেজার ও অন্যান্য সরঞ্জাম আটকে রাখেন তরুণরা।
সরেজমিন দেখা যায়, শেরপুর থানার পূর্ব পার্শ্বে করতোয়া নদীর তীরে সাড়ে ছয় বিঘা জমি ইটের প্রাচীর দিয়ে ঘেরা হয়েছে। প্রায় ৬ মাস আগে পৌর শহরের জগন্নাথ পাড়ার বাসিন্দা আমান উল্লাহ জমিটি বগুড়া শহরের সাইফুল ইসলামের কাছে বায়না মূলে হস্তান্তর করেন।
আজ শুক্রবার দুপুরে জমিটি বালু দিয়ে ভরাট করার জন্য রফিকুল ইসলাম নামের একজন ব্যক্তি করতোয়া নদী থেকে বালু উত্তোলনের জন্য নৌকায় সরঞ্জাম ও শ্রমিক নিয়ে আসেন। এ সময় স্থানীয় কিছু তরুণ তাদের কাছে সরকারি অনুমতিপত্র দেখতে চান। কিন্তু তারা তরুণদের বিভিন্ন হুমকি দেন। তরুণদের ডাকে সেখানে আরও লোকজন উপস্থিত হলে উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনগণ নৌকা ও ড্রেজার মেশিনে অগ্নিসংযোগের উদ্ধত হয়। পরে রফিকুল ইসলাম তাদের কাছে ক্ষমা চাইলে তাকে মালামালসহ যেতে দেওয়া হয়।
এলাকার কাজল ঘোষ বলেন, ‘দেশে প্রশাসন নিষ্ক্রিয় থাকার সুযোগ নিয়ে তারা জোর করে বালু উত্তোলন করতে চেয়েছিল। এর ফলে নদী ভাঙনে জনগণ ক্ষতির সম্মুখীন হতো। জনগণের সম্মিলিত প্রচেষ্টায় তাদেরকে প্রতিহত করা হয়েছে।’
যোগাযোগ করা হলে জমির মালিক সাইফুল ইসলাম বলেন, ‘জমিটি উঁচু করার জন্য আমি নদী থেকে বালু উত্তোলনের চেষ্টা করেছিলাম। যেহেতু জনগণ বাধা দিয়েছে, সেখান থেকে আর কখনো বালু তোলা হবে না।’
বগুড়ার শেরপুরে অবৈধভাবে করতোয়া নদী থেকে বালু তোলার চেষ্টা করা হয়। পরে জনতার তোপের মুখে বালু তুলতে না পেরে স্থান ত্যাগ করে বালু উত্তোলনকারীরা। আজ শুক্রবার বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বালু উত্তোলনের নৌকা, ড্রেজার ও অন্যান্য সরঞ্জাম আটকে রাখেন তরুণরা।
সরেজমিন দেখা যায়, শেরপুর থানার পূর্ব পার্শ্বে করতোয়া নদীর তীরে সাড়ে ছয় বিঘা জমি ইটের প্রাচীর দিয়ে ঘেরা হয়েছে। প্রায় ৬ মাস আগে পৌর শহরের জগন্নাথ পাড়ার বাসিন্দা আমান উল্লাহ জমিটি বগুড়া শহরের সাইফুল ইসলামের কাছে বায়না মূলে হস্তান্তর করেন।
আজ শুক্রবার দুপুরে জমিটি বালু দিয়ে ভরাট করার জন্য রফিকুল ইসলাম নামের একজন ব্যক্তি করতোয়া নদী থেকে বালু উত্তোলনের জন্য নৌকায় সরঞ্জাম ও শ্রমিক নিয়ে আসেন। এ সময় স্থানীয় কিছু তরুণ তাদের কাছে সরকারি অনুমতিপত্র দেখতে চান। কিন্তু তারা তরুণদের বিভিন্ন হুমকি দেন। তরুণদের ডাকে সেখানে আরও লোকজন উপস্থিত হলে উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনগণ নৌকা ও ড্রেজার মেশিনে অগ্নিসংযোগের উদ্ধত হয়। পরে রফিকুল ইসলাম তাদের কাছে ক্ষমা চাইলে তাকে মালামালসহ যেতে দেওয়া হয়।
এলাকার কাজল ঘোষ বলেন, ‘দেশে প্রশাসন নিষ্ক্রিয় থাকার সুযোগ নিয়ে তারা জোর করে বালু উত্তোলন করতে চেয়েছিল। এর ফলে নদী ভাঙনে জনগণ ক্ষতির সম্মুখীন হতো। জনগণের সম্মিলিত প্রচেষ্টায় তাদেরকে প্রতিহত করা হয়েছে।’
যোগাযোগ করা হলে জমির মালিক সাইফুল ইসলাম বলেন, ‘জমিটি উঁচু করার জন্য আমি নদী থেকে বালু উত্তোলনের চেষ্টা করেছিলাম। যেহেতু জনগণ বাধা দিয়েছে, সেখান থেকে আর কখনো বালু তোলা হবে না।’
রাজধানীর হাতিরঝিল এলাকায় কক্সবাজারের হোটেল সি প্যালেসের মালিক এ এস এম আলাউদ্দিন ভূঁইয়ার বাসায় সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় ৭৪ লাখ টাকা উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. উজ্জ্বল (৩১)। তিনি ভুক্তভোগীর বাসায় তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন।
৫ মিনিট আগেরাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কাঠবোঝাই ট্রাক্টর উল্টে খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আর্যপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন নোচান চাকমা (৪৫), নিবারণ চাকমা (৩২) লেত্তোউদো (৩৫)।
৫ মিনিট আগেগাইবান্ধার সাঘাটায় ঘরের চাল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তিনজন নিহত হয়েছেন। উদ্ধার করতে গিয়ে একে একে প্রাণ হারান তাঁরা।
১১ মিনিট আগেএকাডেমিক কার্যক্রম শুরু, নতুন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং পাঁচ দফা বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দাবিতে কুয়েট শিক্ষার্থীরা আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছেন। আন্দোলনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় স্থাপিত সংগ্রামের মঞ্চে...
১২ মিনিট আগে