Ajker Patrika

বগুড়ার সাবেক ইউপি চেয়ারম্যানের ৬ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৫: ৫৯
বগুড়ার সাবেক ইউপি চেয়ারম্যানের ৬ বছরের কারাদণ্ড

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বগুড়ার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যানকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জোবাইদুর রহমান ওরফে গামা (৫২)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউপির সাবেক চেয়ারম্যান। বাগবাড়ীর তালুকদারপাড়া গ্রামে তাঁর বাড়ি। তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি। 

 ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলাটি হয়েছিল। মামলার বাদী নশিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক জিয়াউর রহমান তালুকদার টুটুল। তাঁরও বাড়ি বাগবাড়ী গ্রামে। তাঁর বাবা প্রয়াত মাহফুজুর রহমান তালুকদার ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। মামলার সাজাপ্রাপ্ত আসামি ও বাদী দুজনেই সর্বশেষ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন। ভোটের ফলাফলে দুজনেই পরাজিত হয়েছেন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নির্বাচনে ঘায়েল করতে আসামি জোবাইদুর রহমান একটি আপত্তিকর ভিডিও ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেটি জিয়াউর রহমানের ভিডিও বলে প্রচার করতে থাকেন। ভুয়া ওই ভিডিও দেখার পর মামলা করেছিলেন জিয়াউর। 

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, মামলার পর পুলিশ অভিযোগপত্র দিলে বিচারকাজ শুরু হয়। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেছেন। আদালত তিনটি ধারায় আসামিকে তিন বছর, দুই বছর ও এক বছর করে মোট ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। প্রতিটি ধারাতেই কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা করে তাঁকে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজা একটার পর একটা কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন। 

উল্লেখ্য, রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী জিয়াউর রহমান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত