Ajker Patrika

দুই পিকআপের সংঘর্ষে চালক ও সহযোগী নিহত

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৪: ৫২
দুই পিকআপের সংঘর্ষে চালক ও সহযোগী নিহত

নওগাঁর পত্নীতলা উপজেলায় দুই পিকআপের সংঘর্ষে চালক ও সহযোগী নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে উপজেলার নজিপুর-সাপাহার সড়কের করমজাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন কুড়িগ্রাম জেলার যোথগবরদান গ্রামের রহিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও রাজারহাট উপজেলার রতিরাম গ্রামের জরিফ উদ্দিন মো. শাহিন (৩৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব।

ওসি বলেন, পত্নীতলা সদর থেকে একটি মাছ পরিবহনকারী পিকআপ সাপাহারের দিকে যাচ্ছিল। এ সময় সাপাহার থেকে ছেড়ে আসা একটি আম পরিবহনকারী পিকআপের সঙ্গে মাছ পরিবহনকারী পিকআপটির সংঘর্ষ হয়। এতে আম পরিবহনকারী পিকআপের চালক ও তাঁর সহযোগী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত