Ajker Patrika

বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৮ জুন ২০২৩, ১১: ৩৮
বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত

বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার সকাল ৬টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের চণ্ডীহারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত একজনের নাম মো. আল আমিন (১৫)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা। অপর ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী বৈশাখী পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অপর ব্যক্তির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত