শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের একজন শিক্ষকের (প্রদর্শক) বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেছেন ছাত্রীরা।
টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের তিনজন ছাত্রী বলেন, অন্তত ছয় মাস ধরে কলেজের কৃষি বিভাগের প্রদর্শক মাহবুবুল হক ছাত্রীদের পোশাক নিয়ে কটূক্তি, অসৌজন্যমূলক আচরণ ও উত্ত্যক্ত করে আসছে। এই ঘটনায় ২২ সেপ্টেম্বর কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি কাছে অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি ছাত্রীরা। এ কারণে তাঁরা ক্ষুব্ধ হয়ে কলেজের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান।
ওই কলেজের তিনজন শিক্ষক বলেন, কলেজের প্রায় ৩০ জন ছাত্রী কলেজের কৃষি বিভাগের প্রদর্শক মাহবুবুল হককে কলেজ থেকে বহিষ্কারের দাবিতে কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের অবস্থার নেন। এতে মহাসড়কে যানজট হয়। এরপর তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান তাঁরা।
অভিযোগের বিষয়ে কৃষি বিভাগের প্রদর্শক মাহবুবুল হক জানান, তাঁর বিরুদ্ধে ছাত্রীরা যে অভিযোগ তুলেছেন, তা ষড়যন্ত্রমূলক। তিনি বলেন, ‘সম্প্রতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের সভাপতি মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। আমি কলেজে নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষর পক্ষে ছিলেন। এতে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে ছাত্রীদের উসকে দিয়ে অপবাদ দেওয়া হচ্ছে।’
ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, ‘কলেজের কয়েকজন ছাত্রী অভিযোগের ঘটনা নিয়ে আজ রোববার বেলা সাড়ে ১১টায় মহাসড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ করেছে। এ বিষয়ে কলেজের পরিচালনা পর্ষদের সভায় আলোচনা করা হবে।’
বগুড়ার শেরপুরে টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের একজন শিক্ষকের (প্রদর্শক) বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেছেন ছাত্রীরা।
টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের তিনজন ছাত্রী বলেন, অন্তত ছয় মাস ধরে কলেজের কৃষি বিভাগের প্রদর্শক মাহবুবুল হক ছাত্রীদের পোশাক নিয়ে কটূক্তি, অসৌজন্যমূলক আচরণ ও উত্ত্যক্ত করে আসছে। এই ঘটনায় ২২ সেপ্টেম্বর কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি কাছে অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি ছাত্রীরা। এ কারণে তাঁরা ক্ষুব্ধ হয়ে কলেজের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান।
ওই কলেজের তিনজন শিক্ষক বলেন, কলেজের প্রায় ৩০ জন ছাত্রী কলেজের কৃষি বিভাগের প্রদর্শক মাহবুবুল হককে কলেজ থেকে বহিষ্কারের দাবিতে কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের অবস্থার নেন। এতে মহাসড়কে যানজট হয়। এরপর তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান তাঁরা।
অভিযোগের বিষয়ে কৃষি বিভাগের প্রদর্শক মাহবুবুল হক জানান, তাঁর বিরুদ্ধে ছাত্রীরা যে অভিযোগ তুলেছেন, তা ষড়যন্ত্রমূলক। তিনি বলেন, ‘সম্প্রতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের সভাপতি মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। আমি কলেজে নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষর পক্ষে ছিলেন। এতে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে ছাত্রীদের উসকে দিয়ে অপবাদ দেওয়া হচ্ছে।’
ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, ‘কলেজের কয়েকজন ছাত্রী অভিযোগের ঘটনা নিয়ে আজ রোববার বেলা সাড়ে ১১টায় মহাসড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ করেছে। এ বিষয়ে কলেজের পরিচালনা পর্ষদের সভায় আলোচনা করা হবে।’
গাইবান্ধা জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হয় ২০১৪ সালে। এরপর কেটে গেছে প্রায় ১১ বছর। তবে রয়ে গেছে নানান সংকট। ২০১৮ সালে হাসপাতালটির নতুন ভবন উদ্বোধন করা হলেও জনবলসংকট ও অবকাঠামোর অভাবে সেটি আজও চালু করতে পারেনি কর্তৃপক্ষ। তারা বলছে, সংশ্লিষ্ট দপ্তরে বারবার চিঠি দিয়েও কাজ হচ্ছে না। ফলে পুরোনো ভবনে
৪ ঘণ্টা আগেআমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে কৃত্রিম সংকট তৈরি করে ক্যারেটের দাম বাড়ানোর অভিযোগ উঠেছে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে। এতে বাড়তি লোকসানের মুখে পড়েছেন আমচাষি, ব্যবসায়ী ও ভোক্তারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন ক্যারেট ব্যবসায়ীরা। আর নজরদারি বাড়ানোর কথা বলেছে প্রশাসন।
৪ ঘণ্টা আগেবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন ভবনে স্থানান্তর করা মেডিসিন ওয়ার্ডে রোগীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। সেখানে নেই পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা ও শৌচাগার। বিভিন্ন কক্ষ থাকে অন্ধকার। এমন পরিবেশে দৈনিক চিকিৎসা নেন হাজারখানেক রোগী। যাঁদের একাংশের ঠাঁই হয় মেঝেতে। এমনকি চিকি
৪ ঘণ্টা আগেঢাকা মহানগরে নতুন ২১টি বাস রুটের অনুমোদন দিয়েছে ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটি (আরটিসি)। তবে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী নতুন রুট অনুমোদনের আগে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) মতামত বা সুপারিশ নেওয়া বাধ্যতামূলক হলেও তা পুরো আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগে