পাবনা প্রতিনিধি
পাবনা মানসিক হাসপাতালে শাহনাজ বেগম (৩৩) নামের এক রোগী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে। মৃত শাহনাজ বেগম জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা পশ্চিমপাড়া গ্রামের লাল চান মিয়ার স্ত্রী।
হাসপাতাল থেকে পাওয়া তথ্যে জানা যায়, গতকাল রোববার শাহনাজ বেগমকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তাঁকে ১৬ নম্বর ওয়ার্ডের জেনারেল বেডে রাখা হয়। ভর্তির পর সোমবার ভোরে তিনি তাঁর পরনের শাড়ি গলায় পেঁচিয়ে ওয়ার্ডের ভেন্টিলেটরের শিকের সঙ্গে বেঁধে আত্মহত্যা করেন।
ওই দিন রাতে ওই ওয়ার্ডে কর্মরত নার্স তানিয়া খাতুন বলেন, ১৬ নম্বর ওয়ার্ডে ১৩টি বেড রয়েছে। শাহনাজ ৫ নম্বর বেডে ছিলেন। রাতে সব বেডে মশারি টানানো থাকায়, অন্যান্য রোগীর ঘুমের ফাঁকে নিজের শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন শাহনাজ।
ডিউটি রুম থেকে তাঁর বেড মশারির আড়ালে থাকার কারণে তাঁকে দেখা যায়নি। পরে রাউন্ডে বের হয়ে দেখা যায়, তিনি জানালা ধরে দাঁড়িয়ে আছেন। কাছে গিয়ে তাঁকে বিছানায় নামাতে গেলে তাঁর গলায় কাপড় প্যাঁচানো দেখে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
হাসপাতালের পরিচালক আবুল বাশার মো. আছাদুজ্জামান বলেন, ‘নার্সদের কাছ থেকে জানতে পেরে পাবনা সদর থানা-পুলিশকে জানানো হয়। এ ছাড়া মৃতের স্বামীকেও খবর দেওয়া হয়। তাঁরা এসে মরদেহ নিয়ে যাবেন বলে হাসপাতালকে জানিয়েছে।’
এ ব্যাপারে পাবনা সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এরপর প্রকৃত ঘটনা নিশ্চিতের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পাবনা সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’
পাবনা মানসিক হাসপাতালে শাহনাজ বেগম (৩৩) নামের এক রোগী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে। মৃত শাহনাজ বেগম জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা পশ্চিমপাড়া গ্রামের লাল চান মিয়ার স্ত্রী।
হাসপাতাল থেকে পাওয়া তথ্যে জানা যায়, গতকাল রোববার শাহনাজ বেগমকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তাঁকে ১৬ নম্বর ওয়ার্ডের জেনারেল বেডে রাখা হয়। ভর্তির পর সোমবার ভোরে তিনি তাঁর পরনের শাড়ি গলায় পেঁচিয়ে ওয়ার্ডের ভেন্টিলেটরের শিকের সঙ্গে বেঁধে আত্মহত্যা করেন।
ওই দিন রাতে ওই ওয়ার্ডে কর্মরত নার্স তানিয়া খাতুন বলেন, ১৬ নম্বর ওয়ার্ডে ১৩টি বেড রয়েছে। শাহনাজ ৫ নম্বর বেডে ছিলেন। রাতে সব বেডে মশারি টানানো থাকায়, অন্যান্য রোগীর ঘুমের ফাঁকে নিজের শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন শাহনাজ।
ডিউটি রুম থেকে তাঁর বেড মশারির আড়ালে থাকার কারণে তাঁকে দেখা যায়নি। পরে রাউন্ডে বের হয়ে দেখা যায়, তিনি জানালা ধরে দাঁড়িয়ে আছেন। কাছে গিয়ে তাঁকে বিছানায় নামাতে গেলে তাঁর গলায় কাপড় প্যাঁচানো দেখে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
হাসপাতালের পরিচালক আবুল বাশার মো. আছাদুজ্জামান বলেন, ‘নার্সদের কাছ থেকে জানতে পেরে পাবনা সদর থানা-পুলিশকে জানানো হয়। এ ছাড়া মৃতের স্বামীকেও খবর দেওয়া হয়। তাঁরা এসে মরদেহ নিয়ে যাবেন বলে হাসপাতালকে জানিয়েছে।’
এ ব্যাপারে পাবনা সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এরপর প্রকৃত ঘটনা নিশ্চিতের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পাবনা সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’
পিরোজপুরের নেছারাবাদে কাওসার হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে সরকারি লোহার সেতুর মালামাল নিয়ে নিজ বাড়ির সামনে ব্যক্তিগত সেতু নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের শেহাংগল গ্রামে এই সেতু নির্মাণের কাজ চলছে। সমেদয়কাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমাউন কবির বলছেন, আমি তাঁদের নিষেধ কর
১০ মিনিট আগেবাগেরহাটের রামপালে বিএনপির ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঝনঝনিয়া চেয়ারম্যান মোড় এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান তুহিন ও সদস্যসচিব কাজী জাহিদুল ইসলামের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ বাধে।
১৪ মিনিট আগেবরিশালের হিজলা উপজেলায় অবৈধ চিমনির ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর নদীর পাড়ের ইটভাটায় অভিযান শুরু করে বেলা ১টার দিকে শেষ করে।
২৯ মিনিট আগেআসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী (১৪ মার্চ) থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি করবে বাস মালিকেরা। ২৫ মার্চ থেকে ঈদের আগ পর্যন্ত অগ্রিম টিকিটের আওতায় থাকবে। আজ বৃহস্পতিবার ৬ মার্চ বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের অগ্রিম টিকিট বিক্রি সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩২ মিনিট আগে