Ajker Patrika

অস্ত্র ও ফেনসিডিলসহ চোরাকারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৫ মে ২০২৪, ১৮: ৩৬
অস্ত্র ও ফেনসিডিলসহ চোরাকারবারি গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও ফেনসিডিলসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম রাশিকুল ইসলাম (৩৫)। উপজেলার বিদিরপুর মাদ্রাসা মোড় এলাকায় তাঁর বাড়ি। বাবার নাম আবদুর রশিদ ওরফে কানাই। 

আজ শনিবার ভোররাতে রাশিকুলের বাড়িতে অভিযান চালায় র‍্যাব-৫–এর রাজশাহী সিপিএসসির একটি দল। এ সময় তাঁর বাড়ি থেকে দুটি ওয়ান শুটারগান ও ১৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। 
র‍্যাব-৫–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রাশিকুল পেশায় নির্মাণশ্রমিক। কিন্তু এ পেশার আড়ালে তিনি অস্ত্র ও মাদক কারবারে জড়িত। ভারত থেকে এসব অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য এনে তিনি কিছু সময়ের জন্য বাড়িতে রাখতেন। 

তারপর দ্রুত তা দেশের নানা প্রান্তে পাঠিয়ে দিতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব রাশিকুলের গতিবিধি নজরদারি করে। এরপর তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। 

তিনি আরও বলেন, বাড়ি থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের সময় রাশিকুলকে বাড়ি থেকেই আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে। আসামিকেও থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত