Ajker Patrika

সৌদিতে বাবার রহস্যজনক মৃত্যু, দেড় বছরের মাথায় ছেলের আত্মহত্যা

লালপুর (নাটোর) প্রতিনিধি
সৌদিতে বাবার রহস্যজনক মৃত্যু, দেড় বছরের মাথায় ছেলের আত্মহত্যা

সৌদি প্রবাসী বাবার রহস্যজনক মৃত্যুর দেড় বছরের মাথায় আত্মহত্যা করলেন প্যারামেডিকেল ছাত্র মুশফিকুর রহমান মাসুক (২২)।

শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় লালপুর ডিগ্রী কলেজ মাঠে জানাজা শেষে নবীনগর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি নাটোরের লালপুর উপজেলার বুধপাড়া গ্রামের মরহুম মতিউর রহমান পিন্টুর ছেলে। 

জানা যায়, বৃহস্পতিবার রাজশাহী শহরের একটি ছাত্রাবাসে সিলিং ফ্যানের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন মাসুক। সন্ধ্যা ৬টার দিকে ওই মেস থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। 

মাসুকের বাবা সৌদি প্রবাসী পিন্টু ২০২১ সালের ১২ জুলাই রাজধানী রিয়াদের একটি বাসায় রহস্যজনকভাবে মারা যান। 

মাসুকের স্বজনদের আহাজারিস্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি প্রেমঘটিত কারণে মাসুক কীটনাশক খেয়ে অসুস্থ হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে পরিবারের লোকজন তাঁকে বাড়িতে নিতে চাইলে আগামী রোববার বাড়িতে আসার কথা জানান। গতকাল বৃহস্পতিবার তাঁর মা ও পরিবারের সদস্যদের রাজশাহী রেল স্টেশন থেকে ট্রেনে উঠিয়ে দিয়ে মেসে ফিরে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। সন্ধ্যা হলেও কক্ষ থেকে বের না হওয়ায় মেসের অন্য ছাত্ররা খোঁজ নিতে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে আজ গ্রামের বাড়ি বুধপাড়ায় নিয়ে আসা হয়। তাঁকে এক নজর দেখতে মানুষের ঢল নামে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত