Ajker Patrika

বগুড়ায় কোরবানির চামড়াবোঝাই পিকআপে মিলল ১০০ কেজি গাঁজা 

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০১ জুলাই ২০২৩, ১৫: ১৪
বগুড়ায় কোরবানির চামড়াবোঝাই পিকআপে মিলল ১০০ কেজি গাঁজা 

বগুড়ার শাজাহানপুরে কোরবানির গরুর চামড়াবোঝাই পিকআপ ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় পিকআপচালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে পিকআপ ভ্যান থেকে এই গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরবের টেকেরহাটি গ্রামের আবুল খায়েরের ছেলে শ্রাবণ আহম্মেদ (২০), গাজীপুরের বরমী বাজারের পাইটালবাড়ী গ্রামের আব্দুল হাকিমের ছেলে জসিম মিয়া (৩৬) ও জয়পুরহাটের কাশিয়াবাড়ী গ্রামের আব্দুল মুত্তালেবের ছেলে পিকআপ ভ্যানের চালক আরিফ হোসেন (৩৪)।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোরবানির গরুর চামড়াবোঝাই পিকআপ ভ্যানে গাঁজার চালান হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে বগুড়ায় আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে বগুড়া-ঢাকা মহাসড়কের বেতগাড়ীতে চেকপোস্ট বসানো হয়। রাত ১১টার দিকে পিকআপটি চেকপোস্টে থামানো হয়। পরে পিকআপে থাকা ৭০টি কোরবানির গরুর চামড়ার নিচে থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপপরিদর্শক আবির হোসেন জানান, মামলা দায়েরের পর গ্রেপ্তার তিনজনকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

শাজাহানপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে গাঁজা উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত