Ajker Patrika

বিদ্যুতের খুঁটিতে আটকে যাওয়া পাখি উদ্ধার করলেন ইউএনও

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১৮: ৫০
বিদ্যুতের খুঁটিতে আটকে যাওয়া পাখি উদ্ধার করলেন ইউএনও

বিদ্যুতের খুঁটিতে পোকা খেতে গিয়ে ভেতরে আটকে পড়ে একটি শালিক পাখি। সেই পাখিটি উদ্ধার করে প্রাণ রক্ষা করলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন জিহাদী। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে খুঁটির সামান্য অংশ মেশিন দিয়ে কেটে পাখিটি উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুপচাঁচিয়া উপজেলার সাহার পুকুর বাজারে পাখিটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল সোমবার বিদ্যুতের খুঁটিতে পোকা খেতে গিয়ে পাখিটি ভেতরে আটকা পড়েছিল।

ইউএনও জানান, আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে সাহার পুকুর বাজারের এক ব্যক্তি ফোনে জানান, একটি শালিক পাখি পোকা খেতে গিয়ে বিদ্যুতের খুঁটির ভেতর আটকা পড়ে আছে। এলাকাবাসী পাখিটি উদ্ধারের জন্য অনুরোধ জানান।

বিদ্যুতের খুঁটি কাটা হচ্ছে।ইউএনও বলেন, ‘এলাকাবাসী অনেক আস্থা নিয়ে ফোন করেছেন বুঝতে পেরে বিদ্যুৎ ও বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সাহার পুকুর বাজারে যাই। কিন্তু পাখিটি উদ্ধারের জন্য এত বড় খাম্বা অপসারণ সহজ ছিল না। পাখি আটকা পড়ার সংবাদে সেখানে স্থানীয় লোকজন জড়ো হয়। তারা যেকোনোভাবে পাখিটিকে উদ্ধারের অনুরোধ জানাতে থাকেন।’

একপর্যায়ে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীর পরামর্শে মেশিন দিয়ে খাম্বার সামান্য অংশ কেটে শালিক পাখিটি উদ্ধার করা হয়। পরে পাখিটির স্বাস্থ্য পরীক্ষা করে বন বিভাগের মাধ্যমে অবমুক্ত করা হয়।

ইউএনও বলেন, এই অঞ্চলে পুকুরের ওপর জাল বিছিয়ে মাছ চাষ করা হয়। পাখি যেন মাছ খেতে না পারে সে কারণেই মূলত জাল দেওয়া হয়। কিন্তু উপজেলা পরিষদের পুকুরে জাল দেওয়া হয়নি। পাখি খেতে পারে এমন প্রজাতির মাছ চাষ করা হয় পুকুরে। এ ছাড়া পাখিদের জন্যই সেখানে মাছ চাষ করা হয়, এমন একটি সাইনবোর্ড পুকুরপাড়ে দেওয়া হয়েছে। পাখিদের প্রতি ভালোবাসা দেখেই মূলত শালিক পাখিটি উদ্ধারের জন্য স্থানীয় লোকজন তাঁকে ফোন করে অনুরোধ করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত