Ajker Patrika

পচা শুকনা মরিচ দিয়ে গুঁড়া তৈরি, মিলমালিককে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২৩, ১৮: ১৪
পচা শুকনা মরিচ দিয়ে গুঁড়া তৈরি, মিলমালিককে জরিমানা

সিরাজগঞ্জে পচা শুকনা মরিচ দিয়ে গুঁড়া তৈরির অভিযোগে এক মিলমালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার চন্ডিদাসগাতি ও শিয়ালকোল এলাকায় ইব্রাহিম মসলা মিলমালিককে জরিমানা করা হয়। 

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ অভিযান চালিয়ে এ জরিমানা করেন। 

হাসান আল মারুফ বলেন, ঈদ সামনে রেখে মসলার বাজার নিয়ন্ত্রণে অভিযান চালানো হচ্ছে। ইব্রাহিম মসলা মিলে অভিযান চালিয়ে দেখা গেছে তারা ১৫০ কেজি পচা শুকনা মরিচ গুঁড়া করে মসলার জন্য রেখেছে। ৯৫ ভাগ মরিচই পচা। এসব মরিচ জব্দ করে মিলমালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় শিয়ালকোল বাজারের বিসমিল্লাহ কনফেকশনারিকে মেয়াদ উত্তীর্ণ পানীয় বিক্রি করায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। 

তিনি আরও বলেন, অভিযান চলাকালে হ্যান্ড মাইকে বাজারে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করা হয়। পাশাপাশি লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত