বগুড়া প্রতিনিধি
আগামীকাল শনিবারের হরতালের সমর্থনে বগুড়ার বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। শহরে মশাল মিছিল করার সময় বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন হরতাল সমর্থকেরা। বগুড়ার গাবতলীতে মশাল মিছিল বের করা হলে পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আজ শুক্রবার সন্ধ্যার পর মশাল মিছিল বের করলে এসব ঘটনা ঘটে।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়া সদর উপজেলার নামুজা বন্দর এলাকায় যুবদল হরতালের সমর্থনে মশাল মিছিল বের করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া শহর যুবদলের নেতা-কর্মীরা শহরের নারুলী এলাকায় হরতালের সমর্থনে মশাল মিছিল করেন এবং রাত ৮টার দিকে শহরের কলোনি এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা মশাল মিছিল বের করেন।
কলোনিতে মিছিল শেষে শহরগামী একটি যাত্রীবাহী বাসে হামলা করে জানালা ভাঙচুর করে। এ ছাড়াও আরও কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে চলে যায়। ছাত্রদলের ফেসবুক পেজে আপলোড করা মশাল মিছিলের ভিডিওতে যানবাহন ভাঙচুরের দৃশ্য দেখা গেছে।
পরে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, যানবাহনের ভাঙা কাচ পড়ে আছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মশাল মিছিল থেকেই তিন-চারটি অটোরিকশা এবং একটি যাত্রীবাহী বাসে হামলা করে।
শহরের বনানী পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আলী আশরাফ বলেন, কলোনির জামিল মাদ্রাসার সামনে মশাল মিছিলের খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছে কাউকে পায়নি। সেখানে যানবাহন ভাঙচুরের বিষয়টি তাঁর জানা নেই।
এদিকে সন্ধ্যা ৭টার পরপরই বগুড়ার গাবতলীতে একটি মশাল মিছিল বের করেন বিএনপি নেতা-কর্মীরা। মিছিলকালে তাঁরা পুলিশের ওপর হামলার চেষ্টা করলে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার আজকের পত্রিকাকে বলেন, গাবতলী সদরে বিএনপির নেতা-কর্মীরা মশাল মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।
আগামীকাল শনিবারের হরতালের সমর্থনে বগুড়ার বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। শহরে মশাল মিছিল করার সময় বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন হরতাল সমর্থকেরা। বগুড়ার গাবতলীতে মশাল মিছিল বের করা হলে পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আজ শুক্রবার সন্ধ্যার পর মশাল মিছিল বের করলে এসব ঘটনা ঘটে।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়া সদর উপজেলার নামুজা বন্দর এলাকায় যুবদল হরতালের সমর্থনে মশাল মিছিল বের করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া শহর যুবদলের নেতা-কর্মীরা শহরের নারুলী এলাকায় হরতালের সমর্থনে মশাল মিছিল করেন এবং রাত ৮টার দিকে শহরের কলোনি এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা মশাল মিছিল বের করেন।
কলোনিতে মিছিল শেষে শহরগামী একটি যাত্রীবাহী বাসে হামলা করে জানালা ভাঙচুর করে। এ ছাড়াও আরও কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে চলে যায়। ছাত্রদলের ফেসবুক পেজে আপলোড করা মশাল মিছিলের ভিডিওতে যানবাহন ভাঙচুরের দৃশ্য দেখা গেছে।
পরে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, যানবাহনের ভাঙা কাচ পড়ে আছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মশাল মিছিল থেকেই তিন-চারটি অটোরিকশা এবং একটি যাত্রীবাহী বাসে হামলা করে।
শহরের বনানী পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আলী আশরাফ বলেন, কলোনির জামিল মাদ্রাসার সামনে মশাল মিছিলের খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছে কাউকে পায়নি। সেখানে যানবাহন ভাঙচুরের বিষয়টি তাঁর জানা নেই।
এদিকে সন্ধ্যা ৭টার পরপরই বগুড়ার গাবতলীতে একটি মশাল মিছিল বের করেন বিএনপি নেতা-কর্মীরা। মিছিলকালে তাঁরা পুলিশের ওপর হামলার চেষ্টা করলে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার আজকের পত্রিকাকে বলেন, গাবতলী সদরে বিএনপির নেতা-কর্মীরা মশাল মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।
খুলনার ফুলতলায় প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে সুমন মোল্লা (৪২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার জামিরা বাজারসংলগ্ন পিপরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগেকুমিল্লা নগরীতে বড় ভাইয়ের মোটরবাইক থেকে ছিটকে পড়া এক যুবক কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর টমছম ব্রিজ রামমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মু. রকিবুল ইসলাম।
১৪ মিনিট আগেদুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘দুদকের বিরুদ্ধেও অভিযোগ আসে এবং প্রতিষ্ঠানটিরও বদনাম রয়েছে। এই বদনাম বা দুদকের কোনো কর্মকর্তার দুর্নীতি ধরিয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
১৭ মিনিট আগেবর্তমান সংস্কার নিয়ে যাঁরা নির্বাচন বিলম্ব করছেন। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফায় এটা অনেক আগেই অন্তর্ভুক্ত করছেন। তাই সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
২০ মিনিট আগে